মোঃ শফিকুল ইসলাম”স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলাধীন ঘড়িয়ালডা ঙ্গা ইউনিয়নে ২৯-০১-২০২৪ ইং সোমবার রাত ০৮.০০ ঘটিকায় ম্যাড ম্যাক্স ক্রিকেট একাদশ,সিংগার ডাবরীহা ট এর আয়োজনে নাইট সার্কেল টুর্নামেন্ট-২০২৪ অনু ষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে যে দুটি দল অংশগ্রহণ করেন কাউনিয়া নাইট রাইডার্স বনাম উলিপুর ক্রিকেট একাদ শ।
উক্ত নাইট সার্কেল টুর্নামেন্টে শ্রী রবীন্দ্রনাথ কর্মকার এর সভাপতিত্বে উদ্বোধন করেন,জনাব আবুনুর মোঃ আক্তারুজ্জামান,সভাপতি,রাজারহাট উপজেলা আও য়ামীলীগ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনা ব,জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী চেয়ারম্যান,উপ জেলা পরিষদ রাজারহাট,কুড়িগ্রাম
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আরিফুল ইসলাম প্রধান শিক্ষক,সিংগারডাবরীহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়,জনাব,এ কে এম আক্তারুজ্জামান রুবেল প্র ধান শিক্ষক,সিংগারডাবরীহাট সরকারি প্রাথমিক বিদ্যা লয়,জনাব,সেকেন্দার আলী বাবলু,সভাপতি,প্রেসক্লাব রাজারহাট।
রোকনুজ্জামান রোকন,সভাপতি,ঘড়িয়ালডাঙ্গাইউনিয়ন যুবলীগ,আমিনুল ইসলাম আমিন,সাধারণ সম্পাদক, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন যুবলীগ,অজয় কুমার সরকার, সভাপতি,চাকিরপশার ইউনিয়ন যুবলীগ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ মাহমুদুল হাসান (বাবু)