আবু সাঈদ শিমুল- কুড়িগ্রাম জেলা ব্যুরো প্রধান :জাতীয় দৈনিক মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ পত্রিকা :
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়া-বুড়ী ইউনিয়নে বাড়ির সীমানা সংক্রান্ত জেরে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে জ্যাটাতো ভাইয়ের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম জিয়াউর রহমান জিয়া (৪০)। তিনি ওই ইউনিয়নের দোলন এলাকার জয়বর মুন্সির ছেলে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন বুড়া বুড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান খন্দকার এরশাদ।
স্থানয়ীরা জানান,নিহতের জ্যাটাতো ভাই চাঁদ মিয়ার সঙ্গে বাড়ির সীমানা নিয়ে বিরতের জেরে জিয়াউর রহমান জিয়াকে পিটিয়ে গুরুতর আহত করে চাঁদ মিয়ার লোকজন। পরে স্থানীয়রা জিয়াউর রহমানকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।চেয়ারম্যান বলেন, তারা জ্যাটাতো চাচাতো ভাই। বাড়ির সীমানা সংক্রান্ত জেরে চাচাতো ভাই জিয়াউর রহমান জিয়াকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে জ্যাটাতো ভাইরা। পরে শুনলাম হাসপাতালে নিয়া যাওয়ার সময় তার মৃত্যু হয়।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. নাজমুল হোসেন বলেন, একজনকে হাসপাতালে নিয়ে আশা হয় আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান বলেন, এরকম একটি মারামারির ঘটনা শুনেছি। পুলিশ মাঠে কাজ করছে। আমি একটি মিটিং আছি পরে কথা বলবো।