কুড়িগ্রাম প্রতিনিধি মোঃশাহজাহান খন্দকার
কুড়িগ্রামে দলিত ও হরিজন সম্প্রদায়ের ১৩০ পরি বারের মাঝে পুলিশের শীতের উষ্ণ কম্বল বিতরন করা হয়।জেলা পুলিশ তথ্য সুত্রেঃকুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলাধীন নাগরাকুড়া এলাকায় কিছুটা পিছিয়ে পড়া দলিত সম্প্রদায়ের ১৩০ পরিবারের মা ঝে আজ ০১ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ জেলা পুলি শের উদ্যোগে বিকাশ এর সহযো গিতায় শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, বিকাশ এর ইভিপি অ্যান্ড হেড অফ ডিপার্টমেন্ট অব সরপ্রাপ্ত মেজর জনাব এ কে এম মনিরুল করিম, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম,উলিপুর থানার অফিসার ইনচার্জ জনাব শেখ আশরাফুজ্জামান,টিআই (প্রশাসন) জনাব মোঃ মোস্তাফিজুর রহমান,স্থানীয় চেয়ারম্যান।
প্রত্যন্ত তিস্তার পাড়ে দলিত সম্প্রদায়ের মাঝে বিকা শের সহায়তায় ১৩০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিত রণ সময়ে পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফু জুল ইসলাম বলেন জেলা পুলিশ সব সময় কুড়ি গ্রামের সন্মানিত নাগরিকদের বিশেষ করে কিছুটা পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের মাঝে শীতের উষ্ণ কম্ব ল বিতরন করার মাধ্যমে তাদের শীত কিছুটা নিবার নের আপ্রাণ প্রচেষ্টা অব্যহত রেখেছে।সকল থানা সদরসহ থানা অধিক্ষেত্রের চর সমুহে ৫০০০ মানুষ কে জেলা পুলিশের পক্ষ্যে উষ্ণ কম্বল বিতরন করা হয়েছে। এ কার্যক্রম জেলা পুলিশ ধারাবাহিকভাবে চালিয়ে যাবে মর্মে প্রেরণা ও প্রেষণা ব্যক্ত করেন।