মোঃ শফিকুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
২৪-০৬-২০২৩ ইং শনিবার
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলাধীন ফুলখার চাকলা
রতিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মৌ স্পোটিং ক্লাব কর্তৃক আয়োজিত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় আকাশ স্পোর্টিং ক্লাব” ও “মৌ স্পোটিং ক্লাব” দুটি শক্তিশালী দল লড়াইয়ে অংশগ্রহণ করেন ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জাহানুর আলম সোহেল , যুগ্ন আহ্বায়ক – বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ , রাজারহাট উপজেলা শাখা।
বিশেষ অতিথি ছিলেন, রাজমাল্লীহাটের কৃতি সন্তান মোঃ দেলওয়ার হোসেন
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা।
সভাপতিত্ব করেন মোঃ সবুজ রানা ,সাধারণ সম্পাদক – কৃষক দল রাজাহাট উপজেলা শাখা , বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সহ উপস্থিত ছিলেন সবুজ কার্জ্জী, পলাশ কুমার রায়(তরুণ কবি)সোহানুর রহমান সোহান,মিলন মিয়া,ছামিউল ইসলাম,লিমন সরকার সাইয়াদুল ইসলাম, মুগ্ধ প্রমুখ।
বক্তারা বলেন মাদক থেকে তরুণ প্রজন্ম কে রক্ষা করতে লেখা পড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই তারই
ধারাবাহিকতায় আজকের এই আয়োজন।উক্ত খেলায় ধারাভাষ্যকর হিসেবে দায়িত্ব পালন করেন” ক্রীড়া অনুরাগী সবার প্রিয় অয়ন।
পরিশেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।