সুলতানা রাজিয়া সান্ধ্য কবিঃজাতীয় দৈনিক মুক্তিযুদ্ধ ৭১সংবাদ পত্রিকা: সিনিয়র রিপোর্টার:
মাননীয় সংসদ সদস্য ২৭কুড়িগ্রাম -৩ বীরমুক্তি যোদ্ধা অধ্যাপক এম এ মতিন ২দিনের সফরে সাহেবের আলগা আসছেন।তিনি ১২ই মার্চ রবিবার সকাল ৮টায় ( রাণীগঞ্জ ইউনিয়ন) থেকে নৌকা যোগে রওনা হইয়া সাহেবের আলগা ইউনিয়নের বিভিন্ন কর্মসূচীতে অংশ গ্রহন করবেন।প্রথমে সভাপতি / সম্পাদক,সাহেবের আলগা ইউনিয়ন আওয়ামীলীগ ও স্থানীয় নেতৃবৃন্দের উদ্যোগে কর্মসূচী শুভ উদ্বোধন করবেন।ওইদিন অন্যান্য কর্মসূচীর সাথে অসুস্থ্য প্রবীণ আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা বছির মাস্টার সাহেবকে দেখার জন্য তার বাড়িতে যাবেন।বিকেলে নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন ও রাত্রী যাপন করবেন।
১৩ই মার্চ সকাল ৯-৩০ মিনিটে: সাহেবের আলগা বিজিবি ক্যাম্প পরিদর্শন করে ফেরার পথে ৪নং ওয়ার্ডের সাবেক সেক্রেটারী মরহুম ডাঃ মুকুল হোসেন এবং সহসভাপতি মরহুম আঃ রহমানের কবরে স্মরণ সভা ও পরিবারের সদস্যগণের সাক্ষাৎ করবেন।মাননীয় সংসদ সদস্য ২৭কুড়িগ্রাম-৩
বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ মতিন দু’দিনের সফর ও সকল কর্মসূচী সফল ও স্বার্থক করার লক্ষে দলীয় সকল নেতৃবিন্দ সহ সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষভাবে আহবান জানিয়েছেন।সাহেবের আলগা ইউনিয়নের বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহন শেষেঅপরাহ্নে জোদ্দার পাড়াস্থ বাসভবনের উদ্দেশ্যে রওনা হবেন।