সানজিম মিয়া – রংপুর গঙ্গাচড়ার নোহালীতে আগামী ১৪ নভেম্বর সোমবার আসন্ন কেএনবি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০২২ ইং ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদের নির্বাচনে ১ নং প্রতীক নিয়ে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন শিক্ষানু রাগী,সমাজসেবক ও বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তী শ্রী অনুকূল চন্দ্র রায়।এলাকাবাসী ও অভিভাবক সূত্রে জানা গেছে এ বছর স্কুল ম্যানেজিং কমি টির অভিভাবক সদস্য পদের নির্বাচনে আগামী ১৪ নভেম্বর অনুকূল রায় নিশ্চিত বিজয় অর্জন করবেন বলে ধারণা করা হচ্ছে।
মোঃ মাবুদ ইসলাম নামের এক অভিভাবক বলে ন,স্কুলে নির্বাচন আসলে অনেক অতিথি পাখির দেখা পাওয়া যায়। কিন্তু এর আগে তাদের কোন খবর থাকে না। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন সহ ছাত্র ছাত্রীদের সুবিধা অসুবিধার কোন খোঁজ খবর রাখে না এই অতিথি পাখিরা। অথচ নির্বাচন আসলেই তারা একটি পদ পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। আমরা অভিভাব ক সদস্য পদে এমন কোন বসন্তের কোকিলদের পক্ষে কাজ করবো না।
তিনি আরও বলেন,এ বছর আমরা অনুকূল রা য়ের পক্ষে কাজ করবো কারণ তিনি একজন ভালো মনের মানুষ। এলাকার সার্বিক উন্নয়নসহ শিক্ষার মানোন্নয়নে তার চেষ্টা এবং কাজ আমা দের মনে দাগ কেটেছে। শুধু তাই নয় শিক্ষার্থী দের বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করে যা চ্ছেন প্রতিনিয়ত। যে যত কথাই বলুক না কেন আমরা আগামী ১৪ নভেম্বর ১নং প্রতীকে ভোট দিয়ে ১নং (বিজয়ীর) আসনে বসাবো।
অনুকূল রায় নোহালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য হিসেবে নির্বাচন করেছিলেন তার জন প্রিয়তাও ছিলো বিপুল সংখ্যক কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারনে মাত্র কয়েক ভোটের ব্যাব ধানে বিজয় অর্জন করতে পারেনি।
অনুকূল রায় বলেন, সব সময় চেষ্টা করেছি এলা কার মানুষ পাশে থাকার কতটুকু পেরেছি জানি না। তবে আমার প্রতি মানুষের ভালোবাসা ও আন্তরিকতার প্রমাণ আমি বিগত বছরগুলোতে পেয়েছি। তাদের অনুরোধেই আমি এই পদে নির্বা চন করবো।তাছাড়া প্রার্থীদের মধ্যে কার যোগ্যতা কতটুকু, কার ব্যাবহার কেমন, কে কোন স্বভাবের তা অবশ্য সকল অভিভাবকগণ ভালো ভাবেই জানেন।
তিনি আরও বলেন, সাধারণ মানুষ ও অভিভাবক রা সিদ্ধান্ত নিবে তারা কোন ব্যক্তিকে নির্বাচিত করবে। আমি যদি তাদের জন্য কাজ করে থাকি তাহলে অবশ্যই তারা আমাকে নির্বাচিত করবে। আর যদি মনে করে যে আমি এই পদের জন্য যোগ্য নই তাহলে ভোট দেবে না এখানে আমার কোন হাত নেই।
তবে সমাজে সাধারণ মানুষের জন্য যতটুকু কাজ করার সুযোগ পেয়েছি বা করেছি তাতে আমি শতভাগ নিশ্চিত যে অভিভাবকরা ১৪ নভেম্বর ভোটের মাধ্যমে আমার ১ নং প্রতীক মার্কার বিজয় নিশ্চিত করবে। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেভাবে মানুষের পাশে থাকি বাকিটা জীবন যেন ভালো কাজ করে এভাবে তাদের পাশে থাকতে পারি।