January 20, 2025, 1:07 pm
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

কেন্দুয়ায় উদীচী শিল্পীগোষ্ঠীর ৬ষ্ঠতম বার্ষিকী সম্মেলনে অনুষ্ঠিত

Reporter Name

লাভলী আক্তার নেত্রকোনার জেলা প্রতিনিধিঃ

“সংস্কৃতি হোক জাগরণের শক্তি” এই স্লোগানে”

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় উদীচী শিল্পী গোষ্ঠীর ৬ষ্ঠতম বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি বাবু রাখাল বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, নেত্রকোণা জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সহ-সভাপতি মাসুদুর রহমান খান, সাধারণ সম্পাদক অসীত ঘোষ, মাসকা ইউপির সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম স্বপন, কেন্দুয়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন খোকন প্রমুখ।

সম্মেলনের প্রথম পর্বের সূচনা হয় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন শেষে সংবর্ধনা ও আলোচনা সভায় উপজেলা উদীচী শিল্পীর উপদেষ্টা বাবু রণেন সরকারকে তার প্রবন্ধ “শেষ বিকেলের গল্প” এর জন্য সম্মাননা প্রদান করা হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে উদীচীকে গণমানুষের অধিকার ও সাম্যের সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ একটি বৃহত্তম সাংস্কৃতিক সংগঠন হিসেবে অভিহিত করেন।

এরপর সম্মেলনের দ্বিতীয় ধাপে সাংগঠনিক আলোচনা ও নির্বাচনে ১১ সদস্যের নির্বাচনী কমিটি পরবর্তী ২ বছরের জন্য ১৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেন।পুনরায় সভাপতি নির্বাচিত হোন বাবু রাখাল বিশ্বাস, সাধারণ সম্পাদক নির্বাচিত হোন মহিউদ্দিন সরকার ও কোষাধ্যক্ষ নির্বাচিত হোন বাবু তপন চন্দ্র ভদ্র।

সর্বশেষ উদীচী গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও শপথ গ্রহণের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুখলেছুর রহমান বাঙালী, সবুজ বয়াতি, উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর কুশীলববৃন্দ, সুধীজন ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।



Our Like Page
Developed by: BD IT HOST