লাভলি আক্তার নেত্রকোনা জেলা প্রতিনিধঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সায়মা শাহজাহান একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ এর শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার।বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) সকালে সায়মা শাহজাহান একাডেমীর উদ্যোগে একাডেমী প্রাঙ্গণে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ শহীদুল ইসলামে সভাপতিত্বে ও শরীর চর্চা শিক্ষক মোহাম্মদ আশরাফুল ইসলাম তালুকদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার।
এছাড়াও বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান মজনু,কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,একটি সভ্য প্রজন্ম গড়ে তুল তে খেলাধুলার বিকল্প নেই”সেই সাথে প্রয়োজন বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতা।এবং পড়াশোনা তাই শিক্ষক ও শিক্ষার্থীদের তিনি অনুরোধ জানান, সুন্দর শিক্ষাঙ্গন ও উন্নত বাংলাদেশ বিনির্মানে এক সাথে কাজ করার জন্যে।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সভাপতি মোঃ জয়নুল আবেদীন ভূঁঞা,কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকুল ইসলাম খান,সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সেলিম ,কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি মোঃ খোকন আহমেদ ডিলা র, সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন খান,মাসকা ইউপির সাবেক চেয়ারম্যান জহিরুল হক স্বপন,কেন্দুয়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন আহম্মেদ খোকন,সান্দিকোনা স্কুল এন্ড কলেজের শিক্ষক লুৎফুর রহমান ভূঁইয়া,শিক্ষক নেতা মোসলেম উদ্দিন,
অন্যান্য শিক্ষক,রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষার্থী,অভিভাবক ও সাংবাদিকবৃন্দ।