লাভলী আক্তার নেত্রকোনা জেলা প্রতিনিধঃ
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের আয়োজনে হস্ত ও কুটির শিল্প মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
২২ জানুয়ারি বুধবার বিকেলে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবের আয়োজনে কেন্দুয়া পৌরসভার সাউদপাড়া এলাকায় হস্ত ও কুটির শিল্প মেলা উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমদাদুল হক তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নি র্বাহী কমিটির সদস্য,জেলা বিএনপির সদস্য সচিব, নেত্রকোনা ৩ (কেন্দুয়া – আটপাড়া) নির্বাচনী এলাকার বিএনপির নমিনি আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী,কেন্দুয়া থানার ভার প্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইঁয়া, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোঃ আবদুল হাই সেলিম, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার মুল গেইটে ফিতা কেটে উদ্বোধন করে পুরো মেলা পরিদর্শন করেন।মেলা পরিদর্শন শেষে কে ন্দুয়া প্রেসক্লাবে সভাপতি সেকুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল হাই সেলিমের পরিচালনায় সাংবাদিক দের সাথে মতবিনিময় করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমদাদুল হক তালুকদার ও বিশেষ অতিথি ডক্টর রফিকুল ইসলাম হিলালী।
এসময় উপস্থিত ছিলেন কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সহসভা পতি রফিকুল ইসলাম রফিকসহ সকল সাংবাদিক, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।সন্ধ্যায় দ্বিতীয় পর্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালু কদার,সহকারী পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লসহ সাংবাদিকবৃন্দ আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সন্ধ্যা।