নিজস্ব প্রতিবেদন:
বরিশাল জেলার বাকেরগঞ্জ এর কবাই ইউনিয়নেরএক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন জনাব শাহীন শিকদা র স্বপন।শাহীন শিকদার স্বপন কে বাংলাদেশ আওয়া মী লীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক উপ-কমিটির সদ স্য নির্বাচিত করা হয়েছে।তিনি একজন বীরমুক্তিযোদ্ধা র সন্তান সে বীর মুক্তিযোদ্ধা মৃত জনাব খলিলুর রহমা ন সিকদার এর পুত্র,তিনি ছাত্র জীবনে থেকে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে এগিয়ে চলেছেন ছাত্র জীবনে ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন।
সে মনে করেন জাতিকে উন্নয়নের শিখরে পৌঁছেনিতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই এবং দেশ যেভা বে বিচক্ষণতার মাধ্যমে এগিয়ে যাচ্ছে তা শুধু সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। শিক্ষা জীবনে কৃতিত্বের সাথে সকল ক্লাসে প্রথম হয়ে ৮৫ সা লে এস এস সি তে প্রথম শ্রেনীতে,৮৭ সালে উচ্চমাধ্য মিক ও ৯০তে জব করা অবস্থায় স্নাতক সম্পন্ন করেন ,2000 সালে গভমেন্ট জব ছেরে টেলিকম স্পেসালি স্ট হিসাবে প্রাঃ লিঃ কোং তে জব শুরু করেন,
২০০১ হইতে টেলিকমে জব শুরু করে তাহার মেধা ও বিচক্ষনতা জন্য ২০১২ পর্যন্ত সে পর্যায়ক্রোম সিস্টেম ইন্জি:এ্যাসিস্টান্ট ম্যানেজার,ম্যানেজার,এজিএম, ডি জিএম,জিএম পক্ষান্তরে প্রজেক্ট ডাইরেক্টর ছিলেন, ২ ০১৩ সালে নিজ কোম্পানী বিইই টেকনোলজিস লিঃ এর মাধ্যমে টেলিকমে নেটওয়ার্কের কাজ শুরু করেন
এই সময় গুলোতে সে সমাজের বিভিন্ন মানুষকে চাকু রী দিয়েছেন, নিজ উদ্দোগে কিছু লোককে পেনশন দেন,এবং আওয়ামীলীগের উন্নয়নের জন্য সব সময় কাজ করেন।২০২০ সালে মুক্তিযুদ্ধ মন্ঞ্চে কেন্দ্রীয় কমিটিতে সহ সভাপতি হিসাবে যোগ দিয়ে , বেশ অল্প সময়ের মধ্যে মুক্তিযুদ্ধ মন্ঞ্চের ভার প্রাপ্ত সভাপতির দ্বায়িত্ব পালন করেন,
ভার প্রাপ্ত সভাপতির দ্বায়িত্ব পালন কালে আওয়ামীলী গের সমর্থনে বেশ কয়েকটি বিভাগীয় সম্মেলনের( চট্র গ্রাম, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ) সভাপতির দায়িত্ব পালন করে এবং অনেকের ই নজর কারেন।
তিনি আর বলেন, আমাদেরকে দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদের বঙ্গবন্ধুর আদর্শের কর্মীবাহিনী গড়তে হবে। শেখ হাসিনার সৃষ্ট উন্নয়নশীল বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মেধাভিত্তিক রাজনীতি, মুক্ত চিন্তার বিকাশ ও দক্ষ মানবশক্তির বিকল্প নাই এবং তিনি সর্বদা দেশ ও জাতির মঙ্গল কামনা করেন।