প্রথম বাংলা – ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার মোঃ সফিকুল ইসলাম খান এর সার্বিক দিক-নির্দেশনায় গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া মোট ০৪ জন আসামী গ্রেফতার করেছে।
জানা যায় এসআই(নিঃ) মোঃ নাহিদ পারভেজ, ০৩নং পুলিশ ফাঁড়ি, কোতোয়ালী মডেল থানা ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকা বিশেষ অভিযান ডিউটি করাকালিন ইং-২৩/১২/২০২৪ তারিখ রাত ০১:২৫ ঘটিকার সময় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন মাসকান্দা সাকিনস্থ সরকারি মৎস বীজ উৎপাদন কেন্দ্রের পূর্ব দক্ষিনে স্টাফদের থাকার রুম হইতে আসামী ১। ফারজানা শান্তা (২২), পিতা-মোঃ স্বপন খান, মাতা-শাহিনুর খানম, স্বামী-মোঃ হৃদয় মিয়া, সাং-নীগুয়ারী, থানা-পাগলা, এপি/সাং-মাসকান্দা মৎস বীজ উৎপাদন কেন্দ্র, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং ধৃত আসামীর নিকট হইতে ১। একটি 9MM বিদেশী পিস্তল, যার বডিতে M19911A U.S.ARMY এবং NO 871072, MADE IN JAPAN লেখা, ২। একটি . 32 কাঠের বাটযুক্ত বিদেশী পুরাতন পিস্তল এবং একটি পুরাতন ম্যাগজিন, যার বডিতে লেখা অস্পষ্ট, ৩। একটি NITRO NY200 Athena এয়ারগান, যাহার সিরিয়াল নং- BCO7461A1 সহ সীসা গুলি ১৩০ পিস, ৪। একটি টেলিস্কোপ, যাহার গায়ে Leveling position সহ বিভিন্ন কিছু লেখা আছে, ৫। একটি সামুরাই, যাহা কালো কভারযুক্ত লম্বায় ১৭ ইঞ্চি, একটি স্টীলের সুইচগিয়ার চাকু, যাহা লম্বায় ১০ ইঞ্চি, বিভিন্ন সাইজের সর্ব মোট ০৬টি চাকু,
০২টি কালো হলুদ রংয়ের বাটযুক্ত চাইনিজ কুড়াল, যাহা লম্বায় ১৪ ইঞ্চি, ০২টি কাঠের হাতলযুক্ত চাপাতি যাহা লম্বায় একটি ১৫ ইঞ্চি আর একটি ১২ ইঞ্চি, রামদা ১০টি যাহা বাটসহ লম্বায় ৩৪,৩০,২৭,৩০,৩১,২৯,২৯,৪২,৩০,২৬ ইঞ্চি, বড় ছুরি ০১টি যাহা বাটসহ লম্বায় ২৯ ইঞ্চি, একটি ঢেগার, যাহা লম্বায় ৩০ ইঞ্চি, দেশীয় তৈরী ০৩টি চাইনিজ কুড়াল যাহা বাটসহ লম্বায় ২৩,২৬,২৬ ইঞ্চি, ৬। ০৬টি IICE BARE ITALL VODKA, প্রতিটি ৭৫০ মিলি, সর্ব মোট (৭৫০ X ৬)=৪৫০০ মিলি, ৪২.৮ v/v, মূল্য অনুমান (৬ X ৫০০০) =৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা, ৭। ০৪টি ROYAL STAG DELUXE WHISKY, যাহা প্রতিটি ৭৫০ মিলি, সর্ব মোট (৭৫০ X
৪)=৩০০০ মিলি, ৪২.৮ v/v, মূল্য অনুমান (৪ X ৪০০০) =১৬,০০০/-(ষোল হাজার) টাকা, ৮। ০৭টি ROYAL STAG DELUXE WHISKY, যাহা প্রতিটি ৩৭৫ মিলি, সর্ব মোট (৩৭৫ X ৭)=২৬২৫ মিলি, ৪২.৮ v/v, মূল্য অনুমান (৭X২০০০) =১৪,০০০/-(চৌদ্দ হাজার) টাকা, ৯। ০৮টি officer’s choice BLUE PURE GRAN WHISKY, যাহা প্রতিটি ৩৭৫ মিলি, সর্ব মোট (৩৭৫ X ৮)=৩০০০ মিলি, ৪২.৮ v/v, মূল্য অনুমান (৮ X ২০০০) =১৬,০০০/-(ষোল হাজার) টাকা, ১০। ৩৫টি ROYAL STAG DELUXE WHISKY, যাহা প্রতিটি ১৮০ মিলি, সর্ব মোট (১৮০ X ৩৫)=৬৩০০ মিলি, ৪২.৮ v/v, মূল্য অনুমান (৩৫X১০০০)= ৩৫,০০০/-(পয়ত্রিশ হাজার) টাকা, ১১। ০৫ পিস PHENSE DYL, যাহা গায়ে ইংরেজীতে Triprolidine Hydrochlo ride & codeine phosphate Cough syrup, যাহা প্রতিটি ১০০ মিলি, সর্ব মোট (৫X১০০)=৫০০ মিলি, মূল্য অনুমান (৫X৩০০০) =১৫,০০০/-(পনের হাজার) টাকা, ১২।
মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি TVS metro মোটরসাই কেল,যাহার রেজিঃ নং-ময়মনসিংহ-হ-১৩-৭৩৫৬, মূল্যঅনুমান ৭০,০০০/-(সত্তর হাজার) টাকা উদ্ধার করা হয়। এসআই(নিঃ) মোঃ মতিউর রহমান কোতোয়ালী মডেল থানা ময়মনসিংহ সং গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অপহরন মামলার আসামী নাঈম হাসান (২৪)পিতা- এসহাক আলী, সাং:- সুতিয়াখালী, রশিদ উকিলের বাড়ী, ২৩নং ওয়ার্ড, থানা- কোতোয়ালী, জেলা: ময়মনসিংহকে গ্রেফতার করতঃ তাহার হেফাজত হইতে অত্র মামলার অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) মোঃ সোহেল রানা কোতোয়ালী মডেল থানা ময়ম নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া নিয়মিত চুরি মামলার আসামী হিরা (২২), পিতা- মৃত কালু মিয়া, মাতা- মৃত আছিয়া, সাং- লওবাস, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ, এ/পি- মাসকান্দা নতুন বাজার, জসিম মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে আকুয়া খালপাড় এলাকা হইতে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) মোঃ ওমর ফারুক রাজু কোতোয়ালী মডেল থানা ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া নিয়মিত মামলার আসামী মোঃ হাসমত মিয়া (৩০), পিতা-মোঃ আবু তাহের ওরফে বল্লা মিয়া, মাতা-মোছাঃ হাসনা আক্তার, সাং-বোররচর ভাটিপাড়া, উপজেলা/থানা-কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহকে তাহার বসত বাড়ী হইতে এলাকা হইতে গ্রেফতার করা হয়। প্রত্যেক আসামীদের চালান মোতাবেক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।