June 23, 2025, 3:59 am
শিরোনামঃ
জেলা গোয়েন্দা শাখা ময়মনসিংহ এর অভিযানে দুই জন চিহ্নিত চাঁদাবাজ গ্রেফতার সাধারণ জনগণের কথা বিবেচনা করে কাজ করুন- ডিসি মুফিদুল আলম দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৫৬ বাংলাদেশ নেভাল একাডেমিতে তরুণ নৌ কর্মকর্তাদের কুচকাওয়াজে মুগ্ধ সেনাবাহিনী প্রধান ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন শাপলা প্রতীক চায় এনসিপি সচিবালয়ের কর্মচারীরা সোমবার দুই ঘণ্টা কর্মবিরতি পালন করবেন ৭ পুলিশ সুপারকে বদলি মৎস্য অধিদপ্তরের প্রকল্প,অডিটে ধরা পড়লো ২৫৮ কোটির অনিয়ম চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা: সাংবাদিকদের মধ্যে বৈষম্য নয়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

খবর মোদের নেশা, পেশা, খবর মোদের কর্ম, সত্য টা মোরা ধরি তুলে, দেখি না কারো ধর্ম

Reporter Name

“আমরা সাংবাদিক”
লেখক মোঃ মাসুদ রানা
পাঠক এমডি ইলিয়াস
হ্যাঁ আমরা সাংবাদিক,
খবরের খোঁজে ছুটে চলি মোরা, দিক থেকে বেদিক।

খবর মোদের নেশা, পেশা, খবর মোদের কর্ম,
সত্য টা মোরা ধরি তুলে, দেখি না কারো ধর্ম।

আসুক যতোই ঘাত-প্রতিঘাত, থামবো না মোরা কবু,
দেখলে অন্যায় চলবে কলম,পাশে যদি থাকেন প্রভু।

দেশ ও দশের সেবায় মোরা ছুটে চলি অবিরাম,
বন্ধুর চেয়ে শত্রু বেশি, সাথে আছে বদনাম।

প্রতিনিয়ত হুমকিতে মোদের, ভাঙ্গে রাতের ঘুম,
নিউজ টা কারো বিপক্ষে গেলে, পড়ে মামলার ধুম।

মামলা হামলায় জর্জরিত, সাংবাদিকের জীবন,
দেশের সেবা করেও তারা হয় না কারো আপন।

বিনে পয়সায় দিনেরাতে ছুটে চলে যারা,
সাংবাদিক যে তাদেরই নাম,দেশের বিবেক তারা।

দুর্নীতিবাজ লুটেরাদের খুলে দিলে মুখোশ,
সাংবাদিক যে, হয় সাংঘাতিক! বলে তাদের খামোশ।

চাঁদাবাজির তকমা জোটে খবর তুলে ধরলে,
খুশিতে নাচে লুটেরার দল, কোনো সাংবাদিক মরলে।

রাষ্ট্রের বিবেক হয়েও তারা পায়না-কো সুবিধা,
সবার ভালো চেয়ে যায় তবু, পেটে নিয়ে আপন খিদা।

মৃত্যুর ঝুঁকি নিয়েও তারা, ছড়ায় সত্যের বাণী,
আধাঁর শেষে আসবে আলো,আমরা সবাই জানি।

যতোই বলো সাংঘাতিক ভাই, হবো না মোরা রাগ,
সত্য লিখন চলবে মোদের, বিধি না দেয় যদি ডাক।



Our Like Page
Developed by: BD IT HOST