“আমরা সাংবাদিক”
লেখক মোঃ মাসুদ রানা
পাঠক এমডি ইলিয়াস
হ্যাঁ আমরা সাংবাদিক,
খবরের খোঁজে ছুটে চলি মোরা, দিক থেকে বেদিক।
খবর মোদের নেশা, পেশা, খবর মোদের কর্ম,
সত্য টা মোরা ধরি তুলে, দেখি না কারো ধর্ম।
আসুক যতোই ঘাত-প্রতিঘাত, থামবো না মোরা কবু,
দেখলে অন্যায় চলবে কলম,পাশে যদি থাকেন প্রভু।
দেশ ও দশের সেবায় মোরা ছুটে চলি অবিরাম,
বন্ধুর চেয়ে শত্রু বেশি, সাথে আছে বদনাম।
প্রতিনিয়ত হুমকিতে মোদের, ভাঙ্গে রাতের ঘুম,
নিউজ টা কারো বিপক্ষে গেলে, পড়ে মামলার ধুম।
মামলা হামলায় জর্জরিত, সাংবাদিকের জীবন,
দেশের সেবা করেও তারা হয় না কারো আপন।
বিনে পয়সায় দিনেরাতে ছুটে চলে যারা,
সাংবাদিক যে তাদেরই নাম,দেশের বিবেক তারা।
দুর্নীতিবাজ লুটেরাদের খুলে দিলে মুখোশ,
সাংবাদিক যে, হয় সাংঘাতিক! বলে তাদের খামোশ।
চাঁদাবাজির তকমা জোটে খবর তুলে ধরলে,
খুশিতে নাচে লুটেরার দল, কোনো সাংবাদিক মরলে।
রাষ্ট্রের বিবেক হয়েও তারা পায়না-কো সুবিধা,
সবার ভালো চেয়ে যায় তবু, পেটে নিয়ে আপন খিদা।
মৃত্যুর ঝুঁকি নিয়েও তারা, ছড়ায় সত্যের বাণী,
আধাঁর শেষে আসবে আলো,আমরা সবাই জানি।
যতোই বলো সাংঘাতিক ভাই, হবো না মোরা রাগ,
সত্য লিখন চলবে মোদের, বিধি না দেয় যদি ডাক।