নিজস্ব প্রতিবেদক:
আজকের এই দিনে সবকিছু হউক নতুন, আশা করি সারা জীবন এমনই থাকবে, সুখের স্মৃতি টুকু থাকুক পাশে, দুঃখ গুলা যাক দূরে।
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র সম্পাদক,বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (বি,সি,পি,সি) কেন্দ্রীয় কমটি’র প্রতিষ্ঠা তা সভাপতি, খান সেলিম রহমানের একমাত্র পুত্রসন্তান। খান সিফাত রহমান (রাফি’র) ১৫’তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তার দাদা,ভোলা লালমোহন ধলি গৌরনগর ৯ নং ওয়ার্ডের গর্ব বাঙ্গালি জাতির শ্রেষ্ঠা সন্তান বীর মুক্তি যোদ্ধা আব্দুর রব মিয়া।
শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন,আজ (০৪’ই সেপ্টেম্বর ২০ ২৩) সোমবার ২০০৮ সালের ০৪ই সেপ্টেম্বর, বৃহস্পতি বার। আমার বড় ছেলে খান সেলিম রহমানের ঘর আলো করে জন্মগ্রহণ করে খান সিফাত রহমান (রাফি’র) আজ তার ১৫’তম জন্মদিনে জানাই। অনেক অনেক শুভেচ্ছা পাশাপাশি আমার এ নাতি’র জন্য সকলের কাছে দোয়া চাই আপনারা সকলেই দোয়া করবেন,মহান আল্লাহ্ তা’য়া লা যেন। আমার নাতি’কে সব সময় ভালো রাখেন সুস্থ্য রাখেন। পাশাপাশি সুশিক্ষিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করতে পারে।
আরো শুভেচ্ছা জানিয়েছেন,তার পিতা,মানবতার ফেরিও য়ালা খান সেলিম রহমান,চাচা আব্দুল করিম,গিয়াস তার ফুপি তাসলিমা জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র বার্তা সম্পাদক,বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (বি,সি,পি,সি) কেন্দ্রীয় কমিটি’র সাধারন সম্পাদক,মোঃ মাহিদুল হাসান সরকার। বিশিষ্ট ব্যবসায়ী নিজাম উদ্দিন,এশিয়ান টিভি’র স্টাফ রিপোর্টার, শিহাব উদ্দিন। মাতৃজগত পত্রিকা- মাতৃজ গত টিভি’র অফিস পরিচালক সাংবাদিক সোহাগ রানা।
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র সিনিয়র স্টাফ রিপোর্টার, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (বি,সি,পি,সি) কেন্দ্রীয় কমিটি’র সাংগঠনিক সম্পাদক পলাশ। তালুকদার মহিলা বিষয়ক সম্পাদিকা তানজিনা আফরিন,দপ্তর সম্পা দক শেখ মোঃ হুমায়ুন কবির- সহ মাতৃজগত পরিবার। বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ আত্মীয় স্বজনরা সহ অনেক শুভাকাঙ্ক্ষী ও বন্ধুবান্ধব।