March 20, 2025, 5:36 am
শিরোনামঃ
মুক্তাগাছা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদে মহানগরীর নিরাপত্তায় ডিএমপি ১৪ নির্দেশনা ৩১ লক্ষাধিক টাকা মূল্যের ১০৫ কেজি গাঁজা ও প্রাইভেটকার সহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি সকলের সার্বিক সহযোগিতায় সংবাদটি দ্রুত পৌঁছে যায় সুদূর হবিগঞ্জে ভিক্টিমের পরিবারের নিকট ময়মনসিংহ অবৈধ নকল খাবার তৈরির মোমিন ফুড প্রোডাক্ট কারখানায় সিলগালা সহ জরিমানা রংপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে পালিয়ে যাবার সময় ধর্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ ময়মনসিংহে আটক আরসার ৪ সদস্যের বিরুদ্ধে মামলা, ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ ময়মনসিংহে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন শওকত হাওলাদারের সন্ত্রাসী পুত্রের বিরুদ্ধে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের একশন শুরু সাবেক এলজিইডি মন্ত্রী তাজুল ইসলাম’র কাছের লোক পরিচয়ে প্রকল্প পরিচালক পদে নিয়োগ পিডি বারেকের
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

গুলশান – বনানীর স্পা,বার, লাউঞ্জ সহ অন্ধকার জগতের নিয়ন্ত্রণ ধরে রেখেছে এনায়েত – মোহন সিন্ডিকেটl

Reporter Name

খান মেহেদী :- রাজধানীর অভিজাত এলাকা গুলশান বনানী ডিপ্লোমেটিক জোনে গড়ে উঠেছে অসংখ্য স্পা,বার বা লাউঞ্জ এর মত প্রতিষ্ঠান।গুটিকয়েক স্পা বা পার্লার সরকারের নিয়ম নীতি মেনে চললেও তার উল্টো চিত্রই দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ধরনের সেক্সুয়াল ইঙ্গিতমূলক চটকদার বিজ্ঞাপন দিয়ে ক্লায়েন্ট ডেকে যুবক দিয়ে যুবতীদের এবং যুবতী দিয়ে যুবকদের স্পা করানো হয়। ওই সময়ের প্রায় উলঙ্গ ছবি বা ভিডিওচিত্র ধারণ করে তা দিয়ে পরবর্তীতে ব্লাকমেইলিং করার ঘটনাও রয়েছে।

এ ক্ষেত্রে সুন্দরি বাঙালি তরুণী ছাড়াও থাই, নেপালি বা অন্য কোন বিদেশি তরুণীদেরও ব্যবহার করার তথ্য রয়েছে।

এদিকে সিটি কর্পোরেশন থেকে শুধু রেস্টুরেন্টের লাইসেন্স নিয়ে গুলশান বনানীতে গড়ে উঠেছে বেশ কিছু সীসা লাউঞ্জ। রাত বাড়ার সাথে সাথেই সেখানে বিভিন্ন দামে ভাড়ায় পাওয়া যায় সুন্দরী রমণীদের।লাইসেন্স অনুযায়ী রেস্টুরেন্টের ব্যবসা পরিচালিত হলেও রাত বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে চলছে সিসা এবং বিভিন্ন ব্র্যান্ডের মদ ও নারী।যা সম্পূর্ণ অবৈধ এবং অনৈতিক! গুলশান- বনানীর বৈধ বার গুলির ভিতরেও চলছে অবৈধ মদের বেচাকেনা সাথে চলছে রমরমা দেহ ব্যবসা! বার এবং লাউঞ্জ গুলির ভেতরেই ভাড়ায় পাওয়া যাচ্ছে সুন্দরী রমণী দের,ভিতরেই চলছে রঙ্গলীলা এরপর খদ্দেরদের সাথে করে নিয়ে চলে যাচ্ছে বিভিন্ন হোটেলে।

খোঁজ নিয়ে জানা যায়, রাজধানীর অভিজাত এলাকা গুলশান ও বনানী তে বডি ম্যাসাজ পার্লারের আড়ালে অপরাধীরা মাদক ও সুন্দরি মেয়েদের দিয়ে দেহব্যবসা চালিয়ে যাচ্ছে। এসব বডি ম্যাসাজ পার্লারে দাগী অপরাধী থেকে শুরু করে শিল্পপতিরাও আসা যাওয়া করে। পার্লারের মালিকরা সব সময় গেস্টদের আড়ালে থেকে এবং নিজেদের আইন প্রয়োগকারী সদস্যদের আত্মীয় বা কাছের কেউ পরিচয় দিয়ে ওইসব প্রতিষ্ঠানের ম্যানেজারের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ ঢাকা।

অবাক করার মত বিষয় হলো, গুলশান বনানীর এই অন্ধকার জগত পুরোপুরি নিয়ন্ত্রণ করছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু নেতা কর্মী! ফ্যাসিবাদি সরকারের সময় ছাত্রলীগ পরিচয়ে আধিপত্য বজায় রাখলেও এখন ভুয়া সাংবাদিক পরিচয়ে নিজে দের আধিপত্য বজায় রেখেছেন! করে যাচ্ছেন কোটি টাকার চাঁদা বাণিজ্য সিন্ডিকেটের মূল হোতাদের মধ্যে এনায়েত এবং মোহন অন্যতম ! এদের সহযোগী ভুঁইফোড় সাংবাদিক বিজয় পাল, আলাউদ্দিনসহ অনেকে।

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এই ক্যাডারদের সাথে আছে কিছু আন্ডারওয়ার্ল্ড যাদের শক্তিতেই এই এনায়েত মোহন গ্রুপ নিয় ন্ত্রণ করছে পুরো গুলশান বনানীর অন্ধকার জগত! খোঁজ নিয়ে জানা যায় গুলশান শাখা ছাত্রলীগের সাবেক নেতা এনায়েতে গুলশান দুইয়ে একটি স্পার মালিক !যা পরিচালনা করছেন একজন সুন্দরী রমণী,মূল ধারার গণমাধ্যম কর্মী তথ্য সংগ্রহে গেলে অথবা প্রশাসনিক কোন ঝামেলা হলে সঙ্গে সঙ্গে ছুটে যান এই এনায়েত ! ইতিপূর্বে এনায়েতের নামে বেশ কিছু পত্রপত্রিকায় লেখালেখিও হয়েছে কিন্তু থেমে নেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা এনায়েতের দাম্ভিকতা এবং অন্ধকার জগতের আধিপত্য ও চাঁদা বাণিজ্য!

এনায়েত -মোহন -বিজয় পাল-আলাউদ্দিন দের হাতে আছে বেশ কিছু ভুঁইফোর সাংবাদিক,আর আন্ডারওয়ার্ল্ডেরবেশ কিছু মাফিয়া। মূল ধারার গণমাধ্যম কর্মী অথবা প্রশাসন যদি তাদের কথা মতো কাজ না করে তাহলে,প্রথম দিকে ভুইফোর সাংবাদি কদের দিয়ে নাম না জানা ফেসবুক পেজ অথবা নিজে দের বানানো ইউটিউব চ্যানেল বা নিজেদের তৈরি করা ওয়েব সাইট গুলোতে মনগড়া নিউজের নামে মিথ্যা অপপ্রচার চালিয়ে মূল ধারার গণমাধ্যম কর্মী এবং প্রশাসনের ভাবমূর্তি ক্ষুন্ন করে তাদেরকে অপমান অপদস্থ করে !

যদি এতে কাজ না হয় তাহলে আন্ডারওয়ার্ল্ডের ক্যাডারদের কে দিয়ে শারীরিকভাবে হেনস্তা করতেও পিছপা হন না নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা এনায়েত- মোহন – শাওন গ্রুপ!

মাই টিভির এক অনুসন্ধানী প্রতিবেদন থেকে জানা যায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এনায়েত -মোহন-শাওন গ্রুপ ঢাকা শহরের ভিক্ষা বাণিজ্য নিয়ন্ত্রণ করে থাকেন! তাদের তত্ত্বাবধানে এক থেকে দেড়শ ফকির রেখেছেন যাদেরকে দিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করানো হয়!দিনশেষে ভিক্ষুকদের ভিক্ষা করা অর্থহাতিয়ে নেন এনায়েত -মোহন -আলাউদ্দিন – বিজয় পাল গ্রুপ।

এই গ্রুপের প্রত্যেকটি সদস্য আলাদা আলাদা নামে প্রত্যেকটি স্পা, লাউন্স এবং বার থেকে মাসোয়ারা বা চাঁদা নিয়ে থাকেন! বিনিময়ে এই অন্ধকার জগত যেন নির্ভয়ে গুলশান বনানীতে দাপটের সাথে ব্যবসা পরিচালনা করতে পারে তার গ্যারান্টিও দিয়ে থাকেন! সাংবাদিক প্রশাসন তাদের কাছে কোন ব্যাপার না তাদেরকে যদি অন্ধকার জগতের ব্যবসায়ীরা হাতে রাখতে পারে তাহলে তাদের ব্যবসা নির্ভয়ে পরিচালনা করতে পারবেন বলে প্রত্যেকটি ব্যবসায়ী কে তারা আশ্বস্ত করে থাকেন!

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা এনায়েত মোহন-বিজ য় পাল- আলাউদ্দিন গ্রুপের ব্যাপারে গুলশান থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান বলেন,চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা সু নির্দিষ্ট অভিযোগ পেলে আইন সঙ্গত ব্যবস্থা গ্রহণ করবো। আর যে সমস্ত স্পা, বার বা লাউঞ্জ সরকারের নিয়ম নীতির তোআক্কা না করে ব্যবসা পরিচালনা করছে তাদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান পরিচালনা করছি ! যদি কোন স্পা,বার বা লাউঞ্জের ব্যাপারে কোন অভিযোগ পাই সে ক্ষেত্রে ও আমরা খুব দ্রুততম সময়ে অভিযান পরিচালনা করে থাকি।

এদিকে উত্তর সিটি কর্পোরেশনের গুলশান-বনানী এলাকার দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা এ সমস্ত অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছ। বেশ কিছু প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছি আরো যেগুলোর ব্যাপারে অভিযোগ আছে আমরা সেগুলো সিলগালা করে দেব।

আপনারা আমাদের কে তথ্য দিয়ে সহায়তা করবেন আমরা অবশ্যই এই সমস্ত অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেব।



Our Like Page
Developed by: BD IT HOST