নুর মোহাম্মদ সিকদার:
দেশের স্বনাম ধন্য প্রতিষ্টিত শিল্প প্রতিষ্টান টিম গ্রুপের চেয়ারম্যান আব্দুল্লাহিল রাকিব ঘুমধুমের আকিজ গ্রুপের কুমির প্রজেক্ট, রেডিয়েন্ট বিজনেস কনর্সোরর্টিয়াম লিঃ ও আমিন মোহাম্মদ গ্রুপের প্রকল্পসহ বিভিন্ন পর্যটন কেন্দ্র পরিদর্শন করেছেন।রবিবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে দেশের স্বনাম ধন্য প্রতিষ্টিত শিল্প প্রতিষ্টান টিম গ্রুপের চেয়ারম্যান আব্দুল্লাহিল রাকিব ও জিএম ওয়াহিদুর রহমান, ঘুমধুম আগমন করলে ফুল দিয়ে বরন করে নেন, ঘুমধুম ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ, মানবতার সেবক ঘুমধুমের আম জনতার নয়ন মণি ইউনিয়ন যুবলীগ সভাপতি এম ছৈয়দুল বশর,আ’লীগ নেতা বারেক আজিজ,সাবেক ছাত্রলীগ নেতা শাহ জাহান, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক নুর হোসেন, সাংবাদি ক মাহমুদুল হাসান,তারেক প্রমূখ।
এদিকে টিম গ্রুপের চেয়ারম্যান আব্দুল্লাহিল রাকিব ঘুমধুমের চলমান বিভিন্ন প্রকল্পের বিভিন্ন যায়গা পরিদর্শন করেন এবং রিডিয়েন্ট গার্ডেনের সকল কর্মকর্তা কর্মচারী ও আকিজ গ্রুপের প্রকল্প কুমির প্রজেক্টেরও সকল কর্মকর্তা কর্মচারীর খোঁজ খবর নেন পাশা-পাশি বিভিন্ন প্রকল্পের বিষয়ে কর্মকর্তাদের দিক নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য: টিম গ্রুপের চেয়ারম্যান আব্দুল্লাহিল রাকিব ঘুমধুমের পরিদর্শন শেষে উপস্থিত সকলের সাথে ও মানবিক যুবনেতা ছৈয়দুল বশরের ও ঘুমধুম ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজের সাথে কৌশল বিনিময় করে ছৈয়দুল বশর ও চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজের রাজনৈতিক কর্মকান্ড ও পারিবারিক বিষয়েও আলোচনা করেন।