নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে কক্সবাজার ৩৪ বিজিবির উদ্যোগে চোরাচালান এবং আইন শৃঙ্খলা বিষয়ক জনসচে তনতা মূলক মতবিনিময় সভা ও ইফতার বিতরণ করা হয়ে ছে। শনিবার (২ এপ্রিল) বিকাল ৫টায় ঘুমধুম ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল সাইফুল ইসলাম চৌধুরী বলেন,সীমান্তে চোরাচালান প্রতিরোধ অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম এবং আইন শৃঙ্খ লা স্থিতিশীলতা বজায় রাখার লক্ষে এ সভার আয়োজ ন করা হয়েছে। এসময় তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন,সীমান্তে অবৈধ চোরাচালান মাদকের কুফল সমাজের ক্ষতিকর প্রভাব,অবৈধভাবে সীমান্ত অতি ক্রম রোধে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও তিনি সীমান্তবর্তী জনসাধারণ যাতে অপরাধ এবং চোরাচালানের থেকে দুরে থাকে সেই বিষয়ে সকল জনপ্র তিনিধিকে সহযোগিতা করার আহ্বান জানান। মতবিনিময় সভা শেষে ৩৪ বিজিবির উদ্যোগে ৩ শতাধিক আসহায়, গরীব ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ শেষে সাংবাদিক, জনপ্রতিনিধ,হেডম্যন ও কারবারি দের সাথে সীমান্তের বিভিন্ন সমস্যার বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।
এতে বিশেষ অতিথি ছিলেন ৩৪ বিজিবির উপ-অধিনায়ক মেজর আনোয়ার হোসেন,নাইক্ষ্যংছড়ি দূর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মাঈনুদিন খালেদ, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর)মোঃ সোহাগ রানাসহ বিজিবির পদস্থ কর্মকর্তা,গণমাধ্যমকর্মীরা ,উপস্থিত ছিলেন।