নুর মোহাম্মদ সিকদার:
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ২নং ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১২-মার্চ )সকাল ১০টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদের হল রুমে ২নং ওয়ার্ডের ইউপি সদস্য দিল মোহাম্মদ ভুট্টোর সভাপতিত্বে উক্ত ওয়ার্ড সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘুমধুম ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ নেতা জামাল হোসেন, ইউপি সদস্য শফিকুল ইসলাম, মির আহমদ,রশিদ আহদ ও ওয়ার্ডের নারী এবং পুরুষসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।ওয়ার্ড সভায় বক্তরা বক্তব্যে বলেন, ওয়ার্ডের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের অগ্রগতির জন্য চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বারের ভূয়সী প্রশংসা করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ বলেন,সারা দেশের ন্যায় সীমান্ত ইউনিয়ন ঘুমধুমে ব্যাপক উন্নয়ন হয়েছে আগামীতে আরো বেশি উন্নয়ন করতে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সামনের নির্বাচনে প্রত্যেকের কাছে নৌকা মার্কায় ভোট চেয়ে সভা সমাপ্তি ঘোষনা করেন।