ইকরামৃল হক, কক্সবাজার জেলা প্রতিনিধি:
চকরিয়া থানার পুলিশ জেলে ছদ্মবেশে অভিযান চালি য়ে ৩৭কোটি ৫০লাখ টাকা মূল্যের সাড়ে ১২ লাখ ইয়া বা টেবলেট উদ্ধার করেছে। সোমবার সকালেখুটাখালী মেদেরখালের মুখ নামক স্থানে এ অভিযান চালায় পুলিশ।
চকরিয়া থানা সুত্র জানায়,নির্ভরযোগ্য সংবাদের ভিত্তি তে পুলিশ জানতে পারে ওই খাল দিয়ে ইয়াবা টেবলেটের বড় একটি চালান আসবে। তারই প্রেক্ষিতে চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে জেলের ছদ্মবেশ নিয়ে খালে মাছ ধরতে যায় একদল পুলিশ। তথ্যমতে ইঞ্জিন চালিত একটি বোট আসতে দেখলে পুলিশ বোটটি আটকের চেষ্টা করলে পরিস্থি তি টের পেয়ে বোট থেকে লাফ দিয়ে একদল লোক পালিয়ে যায়। পুলিশ বোটে তল্লাসী চালিয়ে প্লাস্টিকের ড্রামে ইয়াবা দেখতে পায়। একেএকে প্লাস্টিকের ড্রাম থেকে সাড়ে ১২ লক্ষ ইয়াবা টেবলেট যার আনুমানিক মুল্য সাড়ে ৩৭ কোটি উদ্ধার করতে সক্ষম হয়।
চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী ইয়াবা উদ্ধা রের সত্যতা স্বীকার করেছেন।সাড়ে বার লাখ ইয়াবা চা লান চকরিয়ার ইতিহাসে প্রথম দাবী করে ওসি আরো বলেন, আইনি প্রক্রীয়া শেষে মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।
ঘটনার পরপরই চকরিয়া থানা প্রশাসন কে অভিনন্দন জানিয়েছেন চকরিয়া উপজেলা কমিউনিটি পুলিশিং এবং চকরিয়া উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশন এর সভাপতি আজিমুল হক আজিম চেয়ারম্যান।