জেলা প্রতিনিধি – চট্টগ্রামের স্কুল ও কলেজ ব্যাচ ভিত্তিক গ্রুপ এসএসসি ২০০৭ এবং এইচএসসি ২০০৯ ব্যাচের শিক্ষার্থীদের চট্টগ্রাম অঞ্চলের সংগঠন চট্টগ্রাম-৭০৯ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলের ৭০৯ ব্যাচের প্রাণবন্ত অংশগ্রহণে জামাল খান কাচ্চি ডাইন রেস্টুরেন্টে প্রায় ১২০ জনের অংশগ্রহণে ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।
চট্টগ্রাম ৭০৯ ব্যাচ সব সময় সামাজিক ও মানবিক কা জ সহ বিভিন্ন গরীব,অসহায় ব্যাচমেট বন্ধু-বান্ধবীদের বিপদে পাশে থাকা,ব্যাচমেটদেরকে আর্থিক সহযোগি তা,এতিম শিশুদের খাবার প্রদান,শীতবস্ত্র বিতরণ,মাদ্রা সায় আসবাবপত্র দান,গরীব সুবিধা বঞ্চিত শিশুদের ঈ দ উপহার বিতরণ,করোনাকালীন ত্রাণ সরবরাহসহনানা সামাজিক কর্মকান্ডে নিজেদের নিয়োজিত রেখেছে। ভবিষ্যতেও তাদের কল্যাণমুখী কর্মকাণ্ড অব্যাহত থাক বে বলে জানান চট্টগ্রাম-০৭০৯ ব্যাচের এডমিন গ্রুপে র এডমিনদের মধ্যে ইলিয়াস চৌধুরী,
সালাউদ্দিন কাদের,তসলিম হাসান হৃদয়,ফয়সাল হাবি ব,হাসান আয়েসা,সাদ্দাম হোসেন,লিপি,মোক্তার,সুমন অমি সহ অনেকেই উপস্তিতিত ছিলেন। গ্রুপ এডমিন সালাউদ্দিন কাদের বলেন,থর আমরা চট্টগ্রাম ৭০৯ব্যা চ,সব সময় চেষ্টা করি অসহায় ৭০৯ ব্যাচের বন্ধুদের পাশে থাকার,সেই সুবিধা বঞ্চিত শিশু ও গরীব অসহা য়দের পাশে থাকার ইনশাআল্লাহ আমাদের এই মানবি ক কার্যক্রম চলমান থাকবে।