রবিউল ইসলাম জামালপুর প্রতিনিধি।
জামালপুরের মেলান্দহ উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার (৯মে) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ২৩-২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন চরবানিপাকুরিয়া ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ভূট্টু।
তিনি আগামী ২৩-২৪ অর্থ বছরের রাজস্ব আয় ৫০ লাখ ৪৬ হাজার ৩শত ৪৩ টাকা, রাজস্ব ব্যয় ৪৬ লাখ ২২ হাজার ৮শত ৯৪ টাকা, রাজস্ব স্থিতি ৪ লাখ ২৩ হাজার ৪শত ৪৯ টাকা। উন্নয়ন ২ কোটি ৯৬ লাখ ৮১ হাজার ৩শত ৪৩ টাকা, উন্নয়ন ব্যয় ২ কোটি ৯৬ লাখ ৮১ হাজার ৩শত ৪৩ টাকা। সর্বমোট ৩ কোটি ৪৬ লাখ ৪৯ হাজার ৮ শত ৯৬ টাকা আয় ও ৩ কোটি ৪২ লাখ ২৬ হাজার ৪ শত ৩৭ টাকা ব্যয় দেখিয়ে এ বাজেট ঘোষণা করেন।
এ সময় চরবানিপাকুরিয়া ইউপি সচিব মোঃ নুরুল ইসলাম, রবিউল ইসলাম স্বপন মেম্বার,আলাউদ্দিন মেম্বার,রিপন মেম্বার,কামরুল হাসান বাচ্চু,নুরুল ইসলাম নূরী,ইয়াসিন, মোস্তফা, আব্দুল জলিল,ফজলুল হক,শাফিয়া আক্তার কল্পনা,ফরিদা পারভীন,আসমা বেগমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চরবানিপাকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ভূট্টু বলেন, বাজেটে যে আয় ও ব্যয় ধরা হয়েছে তা পূরণ করতে সক্ষম হবো। তবে রাস্তা ঘাট, স্কুল মাদ্রাসার উন্নয়নে অধিক ব্যয় ধরে ইউনিয়নকে ডিজিটাল হিসেবে গড়ে তোলা হবে।