এস এম পারভেজঃ
বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন রেজি: নং-বি-১৭১ ৬ ও ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন ITF (আইটিএফ) এর অন্তর্ভুক্ত চাঁদপুর জেলা লঞ্চ লেবার এ সোসিয়েশন ( বাল্কহেড) শাখার পক্ষ থেকে নৌযান শ্রমিক কে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
দূর্ঘটনায় আহত নৌ শ্রমিক মোঃ সবুজ মুন্সি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার মুজিব নগর এলাকার বাসিন্দা। সে খানকার মেঘনা নদীতে নদী রক্ষার কাজ করতে গিয়ে দূর্ঘটনায় মারাত্মক আহত হন।সোমবার ৫ জুন বিকালে চাঁদপুর সদর উপজেলার বাঘড়া বাজরে সংগঠনের কার্যালয়ে আহত সবুজ এর চিকিৎসা সহায়তার জন্য তার চাচাত ভাই রেহান মুন্সির হাতে ৩০ হাজার টাকা তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়ে শন চাঁদপুর জেলার সভাপতি মোঃ জাহাঙ্গীর সরদার, সিনিয়র সহসভাপতি ও রফরফ-২ লঞ্চের মাষ্টার হারুনর রশীদ,বাল্কহেড শাখার সভাপতি মোঃ মানিক মাল সহসভাপতি ইয়াকুব মুন্সি।
দাদন বেপারী,সাধারণ সম্পাদক মোঃ হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ মোল্লা,ইউসুফ গাজী,মোঃ বাচ্চু,রায়হান মুন্সী,সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিব হালদার,সহসাং গঠনিক সম্পাদক মোঃ ইউসুফ বেপারী,সহ অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মফিজ,প্রচার সম্পাদক মোঃ সবুজ, সহ আইন বিষয়ক সম্পাদক নাতু চন্দ্র দাস প্রমুখ।