মোহাম্মদ আলী বিশেষ প্রতিনিধি
লক্ষ্মীপুর সদর উপজেলার ১নং উত্তর হামছাদি ইউনিয়ন পরিষদ এ-র চেয়ারম্যান নজরুল ইসলাম গরীব অসহায় ২৫০০, পরিবারে মাঝে ইফতার সামগ্রী বিতরন করেন।
পবিত্র মাহে রমজানে কোন মানুষ যাতে কষ্ট না পায় সে জন্য প্রতি বছরের ন্যায় এ বছর ও ইফতারির ব্যবস্থা করা হয়েছে। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে।
১/ ছোলা এক কেজি,
২/খেজুর এক কেজি,
৩/ তৈল এক কেজি,
৪/ আলু দুই কেজি,
৫/ পেয়াজ এক কেজি,
৬/ চাউল দেশ কেজি,
হত দারিদ্র পরিবার গুলি ইফতার সামগ্রী পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
চেয়ারম্যান নজরুল ইসলাম আমাদের সাথে একান্ত সাক্ষাতে বলেন আমার ইউনিয়ন এ এখন ও অনেক রোজাদার ব্যক্তি আছে যারা অনেক পরিশ্রম করে রোজা রাখে কিন্তু ইফতারির সময় ভালোভাবে ইফতার করতে পারেনা তাই তাদের কষ্ট যাতে কিছুটা লাগব হয় এজন্য রোজাদারদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমার এ ইফতার সামগ্রী চলমান থাকবে।
üআমরা সমাজের বিক্ত বানরা সবাই যদি এগিয়ে আসি তাহলে কোন মানুষ করে না খেয়ে কষ্ট করতে হবেনা। চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন রমজান মাস হচ্ছে সিয়াম সাধনার মাস,আত্ম শুদ্বীর মাস, তাই আমাদের কে রমজানের পবিত্র তার রক্ষা করতে হবে।পরে চেয়ারম্যান দেশবাসী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা জন্য দোয়া চান।