মোঃ রাশেদুল ইসলাম রিয়াদ.জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধিঃ
শরীয়তপুরের জাজিরার এস.এস.সি ২০১৩ ব্যাচের সংগঠন “রাইজিং স্টার” শিক্ষার্থীদের ইফতার ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৮মার্চ) সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই ইফতার ও পুনর্মিলনী হয়।
অনুষ্ঠানে প্রায় শতাধিক সাবেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর সাবেক শিক্ষার্থীরা এক সঙ্গে হওয়ায় এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
ইফতারে আগত শিক্ষার্থীরা জানায়,দীর্ঘদিন ধরে অনে কের সাথেই দেখা হয়ে ওঠেনি। বিদ্যালয়ে পড়াশোনা চলাকালীন পরিচিত সব মুখ খোলা আকাশের মাঠে এক সাথে দেখতে পেয়ে খুবেই ভালো লাগছে।
এ সময় উপস্থিত ছিলেন ,সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম মতিউর রহমান ও সহকারী প্রধান শিক্ষক সেলিম ফকির , সিনিয়র শিক্ষক সিএম এনামুল চৌকিদার , সিনিয়র শিক্ষক সঞ্জীব চন্দ্র কর্মকার প্রমুখ।
পুনর্মিলনীতে আসা সৈয়দা আঞ্জুমান নাহার স্মৃতি পাঠা গারের সভাপতি রাকিবুল হাসান রাজীব বলেন,আজ ফিরে গিয়েছিলাম সেই স্কুল জীবনে। এমন মিলনমেলা য় যুক্ত হতে পেরে ভীষণ আনন্দিতএতদিনের কর্মক্লান্তি যেন মুহূর্তেই উঠে গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজ শাখা সহ-সম্পাদক,শাকিল আহমেদ বলেন,এই ইফতার ও পুনর্মিলনীতে যোগ দি তে পেরে অনেক আনন্দ অনুভব করছি। বিদ্যালয়জীব নের পুরনো বন্ধু, বড় ভাই ও ছোটদের পেয়ে মনেহচ্ছে স্কুল জীবনে চলে এসেছি। তাই স্কুল জীবনে ফেলে আসা স্মৃতিগুলো বেশি বেশি মনে পড়ছে।