November 3, 2024, 10:21 pm
শিরোনামঃ
২৫ টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার বংশাল থানা পুলিশের; নিষ্ক্রিয় করলো সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট আপত্তিকর বক্তব্য, এবার ছাত্র আন্দোলনের সমন্বয়ককে শোকজ চাটখিল সেনাবাহিনী ক্যাম্পাসে অস্ত্র উদ্ধারের ভুল তথ্য দিয়ে সুরাইয়া বেগমের পরিবারকে হয়রানি ঘটনাস্থলে কিছুই পাইনি মধ্যরাতে ফরেস্ট অফিসে সাংবাদিক পরিচয়ে ৮/১০ জনের হানা থানায় জিডি মঠবাড়িয়ায় আদম ব্যবসায়ীর খপ্পরে সর্বস্বান্ত হলেন হানিফ মিয়া শাহজাদপুরে ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন চাঁদাবাজদের বিরুদ্ধে রৌফাবাদ ৪৩ নং ওয়ার্ড বিএনপি’র বিশাল মিছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে জেড ফোর্স এক অবিচ্ছেদ্য অংশ মঠবাড়িয়ায় তিন সমন্বয়ক ছাত্রের বিরুদ্ধে নগদ টাকা সহ মোবাইল চুরির অভিযোগ শাহজাদপুরে জাতীয় যুব দিবস ২০২৪ উদযাপন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

টুঙ্গিপাড়া পাটগাতি ইউনিয়নের ভূমি জায়গা জাফরের কু-নজরে সব হারাতে বসেছি-আলাউদ্দিন শেখ

Reporter Name

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ জেলার বেশিরভাগ ভূমি অফিসগুলোতে চলছে টাকার খেলা কখনো আশ্রয়ণ প্রকল্প নিয়ে,কখ নো সরকারি বন্দোবস্তের জমি নিয়ে,কখনো একজনে র জায়গা আর এক জনের নামে নামজারি করে টাকা হাতিয়ে নেওয়া,এক কথায় ভূমি অফিসে যে কোন কা জে গেলে আগে টাকা। অন্যদিকে ভূমি কর্মকর্তাদের পালিত দালালদের পার হয়ে যাওয়াটা খুব কষ্টকর,কো ন এক ইউনিয়ন ভূমি আফিস তহশিলদারের বন্ধু পরিচ য়ে নির্ভয়ে দালালি করে বেড়াচ্ছে।

কেউ ভূমি অফিসের দূর্নীতির ব্যপারে প্রতিবাদ করলে এই দালালেরা এলাকার প্রভাব শালীদের দিয়ে প্রতিবা দ করদের হুমকী ধামকি দিয়ে তাড়িয়ে দেয়। দালালদে র মাধ্যমেই সেটিং করা হয় দরিদরবার,পাটগাতি ইউনি য়ন ভূমি অফিস এর বাইরে নয়। গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের মো. মুক্ত শে খের ছেলে মো. আলাউদ্দিন শেখ ও মোছা. সালেহা বেগম সরকারের কাছ থেকে বন্দোবস্ত নিয়ে বড় সিঙ্গা মৌজার জেএল নং- ১৬, খতিয়ান নং- ১৭৬৮ এর ১ একর ৭৫ শতাংশ কৃষি ৫(ক)নাল জমি ৩০ বছর যাবৎ ভোগ দখল করে আসছেন। আলাউদ্দিন শেখের নামে এই জমি নামজারি করা হয়েছিল ১৬/১১/২০২১ইং তারিখে।

গরীব অসহায় আলাউদ্দিন শেখের এই জমিটুকু নজরে পড়ে একই এলাকার ভূমিদস্যু আনোয়র শেখের,সেবহু দিন যাবৎ এই জমি নিয়ে তার সাথে বিভেধ সৃস্টি করে বেড়াচ্ছে।আনোয়ায় শেখ কখনো জোর করে তারজমি র ধান কেটে নিয়ে যাচ্ছে কখনো পুকুরের মাছ ধরে নিয়ে যাচ্ছে সবটুকুই করছে জোর করে।

এ ব্যাপারে ভুক্তভোগী মো. আলাউদ্দিন শেখ গণমাধ্য ম কর্মীদের বলেন, পাটগাতি ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার আমার জমি আমারি থাকবে বলে আশ্বাস দিলেও তলেতলে আনোয়ার শেখের সাথে হাত মিলি য়ে আমাকে ক্ষতিগ্রস্ত করার চেস্টা করছে। আমাকে কয়েকদিন ঘুরিয়ে এখন বলছে পুরাতন কাগজ-পাতি দেখার সময় নাই। যা করার এসিল্যান্ড করবে আমি রিপোর্ট দিয়ে দিয়েছি। তহশিলদার সবসময় আমাকে আশ্বাস দিয়ে এখন কেন আমার উলটো দিকে চলছে তার কোন কারণ আমি খুজে পাই নাই।

এব্যপারে আমি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী বঙ্গবন্ধু কন্যা মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা র দৃস্টি আকর্ষন করছি। সেই সাথে আমি ভূমি সংক্রান্ত সকল কর্মকর্তাদের সুনজর কামনা করছি।
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি ইউনিয়ন ভূমি আফিস সহ সকল ভূমি অফিস সমুহের সকল কর্মকর্তাদের ওপর নজরদারি একান্ত প্রয়োজন। এ ব্যপারে ভূমি সংশ্লিষ্ট উপরোক্ত সকল কর্মকর্তাদের দৃস্টি আকর্ষন করছি।



Our Like Page