করোনার সময় জীবনের ঝুকি নিয়ে বিভিন্ন সহযোগিতা করেছেন ফাউন্ডেশনটি।
তার ই ধারাবাহিকতায় আজ ২৮আগস্ট দুপুরে সুবর্ণ নাগরিক( প্রতিবন্ধী) সাহাদাত খাঁ নামে এক ব্যক্তিকে ফাউন্ডশের কার্যাল য়ে একটি হুইল চেয়ার প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।
সাহাদাত খা দীর্ঘদিন ধরে অসুস্থ থেকে পথে পথে ঘুরে মানুষের কাছ থেকে সহযোগিতা নিয়ে জীবন ধারণ করতেন। তিনি মাটিতে বসে বসে চলাচল করতেন। পরিবারের এক বোন ছাড়া আর কেউ নেই তার।
সেই দূশ্য ফাউন্ডেশনের চেয়ারম্যান এর চোখে পড়লে তাকে একটি হুইল চেয়ার দেওয়ার কথা বলেন। সেই লক্ষে প্রতিবন্ধি সাহাদাতকে হুইল চেয়ার প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা:খান শফিকুল ইসলাম,মহাসচীব হাকিম মো:সাইফুল ইসলাম, দৈনিক সূবর্ণ নিউজ এর সম্পাদক নাহিদ জামান,বার্তা সম্পাদক উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ:রাজ্জাক শেখ,সদস্য আজাদ শেখ,কৃষকলীগ নেতা মহাসিন পাইক প্রমূখ।