December 7, 2024, 9:04 pm
শিরোনামঃ
ছাত্রদলের সভায় দাওয়াত পায়নি শিবির-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের ব্যাপক সংঘর্ষ, বাস চলাচল বন্ধ বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের প্রকাশ্যে বিরোধীতাকারী স্বৈরাচার সরকারের দোসর দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের চারসদস্যকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ কারাগার থেকে পালানো ৭৭০ আসামি এখনও ধরা পড়েনি: কারা মহাপরিদর্শক জয়পুরহাটে টাকা দিয়েও সার পাচ্ছেন না কৃষক ত্রিপুরায় সহকারী হাইকমিশনে হামলা-ভাঙচুর, ছিঁড়ে ফেলা হলো বাংলাদেশি পতাকা গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত অনিয়ম ও দুর্নীতিবাজ সিন্ডিকেট বহাল তবিয়তে আন্দোলনে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ডিএমপি কমিশনার সাড়ে ২২ হাজার কোটি টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকে দেয়া হয়েছে: গভর্নর
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ঢাকা টু চন্দ্রা মহাসড়কের ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শনে আইজিপি

Reporter Name

প্রথম বাংলা – ঢাকা টু চন্দ্রা মহাসড়কের ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শনে আসেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম । এ সময় আইজিপি কে কাজী শফিকুল আলম, বিপিএম-বার, পুলিশ সুপার, গাজীপুর জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

আইজিপি মহোদয় গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন চন্দ্রা চৌরাস্তার ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শন করেন এবং পরবর্তীতে তিনি সাংবাদিকবৃন্দের সাথে প্রেস ব্রিফিং করেন।

আইজিপি মহোদয় বলেন, ঈদে ঘরমুখী মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে যাত্রীদের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ পুলিশের সকল ইউনিট একযোগে যাত্রীদের নিরাপত্তায় দায়িত্ব পালন করছে। দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ পয়েন্টে কন্ট্রোল রুম, সাব কন্ট্রোল রুম স্থাপন করে নিরাপত্তা ব্যবস্থা মনিটরিং করা হচ্ছে যাতে যাত্রী সাধারণ নিরাপদে তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারেন।

এ সময় আইজিপি “র সাথে ছিলেন মোঃ আতিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার), অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস), পুলিশ হেডকোয়ার্টার্স, শাহাবুদ্দিন খান বিপিএম (বার), অতিরিক্ত আইজিপি, হাইওয়ে পুলিশ, সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম, ডিআইজি, ঢাকা রেঞ্জ, পুলিশ হেডকোয়ার্টার্সের উর্ধ্বতন কর্মকর্তাসহ গাজীপুর জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



Our Like Page