প্রথম বাংলা-ঢাকা রেঞ্জ ডিআইজি’র কার্যালয় সম্মেলন কক্ষে ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি সৈয়দ নুরুল ই সলাম,বিপিএম (বার),পিপিএম এর সভাপতিত্বে রবিবা র ৩১ মার্চ সকাল ১১ ঘটিকায় জানুয়ারী/২৪ ওফেব্রুয়া রী/২৪ মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়।
অপরাধ সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি জানুয়ারী ওফে ব্রুয়ারী মাসের অপরাধসমূহ পর্যালোচনা করেন।এ সম য় তিনি সকল ইউনিট প্রধানদেরকে অপরাধ নিয়ন্ত্রণে আরো তৎপর থাকার নির্দেশ প্রদান করেন।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআই জি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) মোঃ মাশরুকুর রহমানখা লেদ,বিপিএম (বার),অ্যাডিশনাল ডিআইজি(অপারেশ নস্) মোঃ মারুফ হোসেন সরদার,বিপিএম-সেবা,পিপি এম এবং অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট ) মোঃ সাজ্জাদুর রহমান, বিপিএম সহ রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপার ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ