অক্টোবর সার্ভিস প্রোগ্রামে এ+ গ্রেড অর্জন করলো লায়ন্স ক্লাব অব কক্সবাজার ফ্রিডম
সংবাদ বিজ্ঞপ্তি
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল সারাবিশ্বের একটি মানবিক সেবামূলক সংগঠন। প্রতি বছর এই সংগঠন বিশ্বব্যাপি অক্টোবর মাসে গরীব ও অসহায় মানুষের মাঝে স্পেশাল সেবা কার্যক্রম পরিচালনা করে থাকে। ওইসময় বাংলাদেশের লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫ এ ওয়ান এর ১৪২ টি ক্লাবের মধ্যে সেবামূলক কার্যক্রমের প্রতিযোগিতা হয়ে থাকে। ২০২২ সালে এই প্রতিযোগিতায় লায়ন্স ক্লাব অব কক্সবাজার ফ্রিডম তাদের বিভিন্ন সার্ভিস প্রোগ্রামের মাধ্যমে এ+ গ্রেড অর্জন করেছে।
কক্সবাজার লায়ন্স ক্লাব অব কক্সবাজার ফ্রিডম এর অক্টোবর সার্ভিসে ছিল খুটাখালী মেধাকচ্ছিয়ায় ১০০০ গরীব রোগীকে চক্ষু চিকিৎসা সেবা, ডায়াবেটিস ও ব্লাড গ্রুপিং গাছের চারা বিতরণ, গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, খাবার বিতরণ,কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে ২০০০ গরীব রোগীকে চক্ষু চিকিৎসা প্রদান ও ঔষধ সামগ্রী বিতরণ, ডায়াবেটিস ও ব্লাড গ্রুপিং,
গরীব শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ,পথ শিশু ও শ্রমজীবী মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ,গাছের চারা বিতরণ,শহরের টেকপাড়ায় মডেল নুরানী মাদরাসায় গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ,টেকপাড়া গ্রামার স্কুলের শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা ও খাবার বিতরণ,কক্সবাজার সমুদ্র সৈকত পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন, মহেশ খালী এলাকায় ডায়াবেটিস ও ব্লাড গ্রুপিং,গাছের চারা বিতরণ,বন্যা দূর্গতদের মাঝে বস্ত্র বিতরণ,
শহরের এসএমপাড়া এলাকায় গরীব ও অসহায়দের মাঝে সেলাই মেশিন বিতরণসহ সর্বমোট দশ হাজার মানুষের মাঝে সেবা কার্যক্রম পরিচালনা করা হয়। এই সেবা কার্যক্রমের মান বিবেচনায় নিয়ন্ত্রক সংস্থা লায়ন ডিস্ট্রিক্ট ৩১৫ এ ওয়ান লায়ন্স ক্লাব অব কক্সবাজার ফ্রিডম কে এ+ গ্রেড প্রদান করে। এ অর্জনে অক্লান্ত পরিশ্রম করেছেন অক্টোবর সার্ভিস প্রোগ্রামের চেয়ারপার্সন তরুণ সমাজসেবক লায়ন মিজানুল করিম। কমসূচী বাস্তবায়ন ও তাঁর সাংগঠনিক দক্ষতায় সবাই মুগ্ধ।
লায়ন্স ক্লাব অব কক্সবাজার ফ্রিডমের পরিচালকেরা জানান, আলোকিত সমাজ গঠনে দীর্ঘদিন ধরে যুব উন্নয়নে কাজ করে আসছেন লায়ন মিজানুল করিম মিজান। তরুণ—যুবকদের ঐক্যবদ্ধ করে সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে সম্পৃক্ত করার জন্য ইতোমধ্যে তিনি ‘লায়ন অব দ্যা ইয়ার—২০২২’ ও বৃহত্তর টেকপাড়া জনকল্যাণ সমাজ কমিটির কতৃর্ক ‘শ্রেষ্ঠ যুব উন্নয়ন’ পদক লাভ করেন।
এক প্রতিক্রিয়ায় তরুণ সমাজ সেবক মিজানুল করিম মিজান বলেন, যুবসমাজ যে কোন দেশের মূল্যবান সম্পদ। যুবসমাজের মেধা,সৃজনশীলতা, সাহস ও প্রতিভাকে কেন্দ্র করেই গড়ে উঠে একটি জাতির অর্থনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক পরিমন্ডল। তাই এই যুবগোষ্ঠিকে সুসংগঠিত, সুশৃঙ্খল এবং উন্নয়নমূখী শক্তিতে রূপান্তর করায় আমার মূল লক্ষ্য। এ জন্য আমার নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে।
তাছাড়া লায়ন্স ক্লাব অব কক্সবাজার ফ্রিডম এর ক্লাব প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার শাহেদ সালাহ উদ্দিন, ইমেডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লায়ন রোকন উদ্দীন মোহাম্মদ আল মামুন,ফাস্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন এড একরামুল হুদা, ক্লাব সেক্রেটারি মোহাম্মদ শামসুদ্দিন ফারুকী,ক্লাব ট্রেজারার লায়ন অধ্যক্ষ দিদার উল্লাহ,সার্ভিস চেয়ারপার্সন লায়ন আরিফুল ইসলাম, ক্লাব ডিরেক্টরগন যথাক্রমে লায়ন আল আমিন,
লায়ন বেলাল উদ্দীন,লায়ন জাহাঙ্গীর লায়ন শহিদুল করিম,লায়ন জসিম উদ্দিন,লায়ন ওবাইদুল হান্নান,লায়ন আল মামুন, লায়ন হুমায়ুন কবিরসহ লায়ন ও লিও ক্লাবের সদস্যবৃন্দ আমার পথচলার অনুপ্রেরণা,সাহস ও মূলশক্তি। তাঁরা না হলে এতোবড় মানবিক কর্মসূচী বাস্তবায়ন সম্ভব ছিল না তাই আমি তাঁদের প্রতি চির কৃতজ্ঞ।
এদিকে লায়ন মিজানুল করিমের দক্ষ নেতৃত্বে অক্টোবর সার্ভিস প্রোগ্রামে লায়ন্স ক্লাব অব কক্সবাজার ফ্রিডম এ+ গ্রেড অর্জন করায় অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক সংসদ কক্সবাজার, বৃহত্তর বার্মিজ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ, রাজধানী ফ্রেন্ডস সার্কেল, টেকপাড়া সংসদ, রাখাইন একতা সংঘ, বড় বাজার রাখাইন যুব সংঘ, টেকপাড়া তরুণ ঐক্য পরিষদ, টেকপাড়া রাখাইন সমাজ পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।