প্রথম বাংলা – ময়মনসিংহের তারাকান্দায় অভিযগের প্রেক্ষিতে স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি”র রাস্তা পরিদ র্শন করেছেন ময়মনসিংহ জেলার সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান।সোমবার ২৩ (ডিসেম্বর) সকালে রাস্তা পরিদর্শন করেন জেলার এ সিনিয়র কর্মকর্তা ওহিদুজ্জামান।
এ সময় উপস্থিত তারাকান্দা উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোহাম্মদ জোবায়ের হোসেন ও সহকারী প্রকৌশলী মো: শওক ত আলী খানসহ অন্যান্য কর্মকর্তা ও অভিযোগ কারি,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
রাস্তার কাজে উপস্থিত এলাকাবাসী খুশি ও সন্তুষ্ট বলে মত প্রকাশ করেন।
আভিযোগ কারির সামনে রাস্তার পিচ ঢালাই খুদে পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং কিছু রাস্তার সামগ্রী ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করতে নিয়ে যায় কর্মকর্তাগণ।
রাস্তার পথচারি মালেক মিয়া বলেন,আমারা রাস্তা দিয়ে এক সময় কাঁদা পানি দিয়ে চলাচল করতাম। রাস্তা পাকা করনের এখন যানবাহন দিয়ে চলাচল করি। এতে আমরা উপকৃত হয়েছি।রাস্তার কাজ দেখেছি ভালোমতোই করেছে। ল্যাবে পরীক্ষার পরে বুঝা যাবে রাস্তা নির্মাণে অনিয়ম হয়েছে কিনা।