তীব্র সমালোচনা এরিয়ে পেল ভুয়সী প্রশংসা, তোমাকে নিয়ে সকলে এটাই করেছে আশা। আদর্শ নেতৃত্ব সাধারণ মানুষ সহজেই গ্রহন করে, মানুষের নয়নে প্রতিভাত হবে; সৌন্দর্যের অপার হিসেবে শতাব্দীর পর শতাব্দী ধরে।
স্বদেশ প্রেমে বাস্তব বাদী হও ; সঞ্জিবনী শক্তি নিয়ে চল বুকে ধারণ করে,
সমাজের উন্নয়ন করো তরান্বিত; চিন্তা চেতনা থেকে যেন না যাও দুরে সরে। জাতির সামনে জ্ঞানের নুতন দিগন্ত করো উম্মোচিত,
জনমতের জোয়ার এসে তোমাতে করেছে বিঃস্বর্গ, মানুষ ও সমাজের সামগ্রিক কল্যাণে নিজেকে করো উৎস্বর্গ। কোমল হৃদয়ের পরিচয় দিয়ে সহায়হীন, সম্বলহীন, বিত্তহীন শক্তিহীন মানুষের দাঁড়াও পাশে, এতটুকু আশাবাদ, পরিশেষে তোমার জন্য আমার আর্শীবাদ।