কবিতাঃ ধন্য জনম বঙ্গবন্ধু
কবিঃ তাপশ কুমার
তোমার জন্মে জন্ম নিলো,মুক্তির আশ্বাস
পরাধীনতার কলঙ্ক মুছে,স্বাধীনতার উচ্ছ্বাস।
তোমার জন্মে মুক্তির গান,হইলো উন্মোচন
এক সুরে গাইলো “সাত কোটি ” ভাই বোন।
তোমার জন্মে শিশু মুখে,মায়ের ভাষায় কথা বলার অধিকার
স্ব-গৌরবে সন্মানের সাথে বাঁচার।
তোমার জন্মে বিশ্ব দেখছে,নিরস্ত্রের কাছে অস্ত্রের পরাজয়
বাঙ্গালির সিনা সর্বদা টানটান,বুলেটও কম পরে যায়।
———————
মোঃ শফিকুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
জাতীয় দৈনিক মুক্তিযুদ্ধ৭১সংবাদ।
মোবাইলঃ০১৭৮৪৮০৯৬৫৯