January 19, 2025, 10:56 am
শিরোনামঃ
সীমান্ত ইস্যুতে কোনো ছাড় নয় – স্বরাষ্ট্র উপদেষ্টা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল হইতে ব্লাড চোর ও প্রতারক চক্রের ০২ (দুই) সদস্য গ্রেফতার সাংবাদিক ও কবি কাজী আশরাফুল আলমের মোবাইল, মানিব্যাগ ও নগদ টাকা ছিনতাই প্রধান উপদেষ্টার সহকর্মী পরিচয়ে অভিনব প্রতারণা ও চাঁদাবাজি; এক পেশাদার প্রতারক গ্রেফতার দেশে দায়িত্বশীল সাংবাদিকের অভাব বাড়ছে: বগুড়ায় বিএমএসএফ নেতৃবৃন্দ পুলিশ পরিচয়ে অপহরণ; ভিকটিম উদ্ধারসহ ছয় অপহরণকারী কে গ্রেফতার করেছে পুলিশ একাধিক মামলার আসামি, চিহ্নিত চাঁদাবাজ পবনকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ শরীরে বিশেষ কায়দায় বেঁধে গাঁজা পরিবহন; ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সেনাসদস্য ও তার শিশু সন্তানকে হেলিকপ্টার যোগে ঢাকায় প্রেরণ প্রসঙ্গে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

দুর্গাপুরে বনবিড়াল ওয়াফ খাগড়া বিড়াল (Felis chaise)ধৃত:

Reporter Name

রিপোর্টঃ সুলতানা রাজিয়া সান্ধ্যকবি:জাতীয় দৈনিক ৭১সংবাদ পত্রিকা সিনিয়র রিপোর্টার

কুড়িগ্রামের উলিপুরের দুর্গাপুরের গোড়াই রঘুরা বাজারের পাশ্ববর্তি এলাকায় খাবারের সন্ধানে লোকালয়ে এসে ধৃত হয়েছে বিড়াল প্রজাতির প্রাণী একটি বন বিড়াল।এখানে অনেকে (ওয়াফ) বা গাড়োয়া বলে ডাকে।গতকাল শনিবার ভোরে বন বিড়াল টিকে ফাঁদে ফেলে ধরা হয়।পরে অজ্ঞাত ব্যক্তি গোড়াই বাজারের মধ্য দিয়ে নিয়ে যেতে বাজারিগণ বন বিড়ালটিকে আটকে রাখে।

এলাকা বাসী সূত্রে জানা যায়, ধৃত বন বিড়ালটি বেশ কিছুদিন যাবৎ গোড়াই বাজারের পাশ্ববর্তি এলকার ফার্মের হাঁস, মুরগী, কবুতর, চুরি করে খাচ্ছিলো। তাই তারা অতিষ্ঠ হয়ে ফাঁদ পেতে বন বিড়ালটিকে ধৃত করা হয়।পরে বাজারিরা গোড়াই বাজারের একটি দোকানের বারান্দায় একটি শিঁকল দিয়ে বেঁধে আটকে রাখে,তা আমার নজরে আসে।
বন বিভাগের নম্বর না পাওয়ায় এর পর উপজেলা নির্বাহী কর্মকর্তার সংগে যোগাযোগ করি।তিনি জানান, কেউ যেন বিক্রি করতে না পারে তা নজর দিন।

বাংলাদেশের ১৯৭৪ ও ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ী বন্যপ্রাণী জীব বৈচিত্র্য সংরক্ষিত করা আমাদের সকলের নাগরিক দায়িত্ব।পরবর্তিতে তিনি উপজেলা বন্যপ্রাণী দপ্তরের সংগে যোগাযোগ করে
উলিপুর থানা হইতে পুলিশের এস আই মাকরম কে পাঠিয়ে দেন।এস আই মাকরম বলেন,সংরক্ষিত বন বিড়াল(খাগড়া বিড়াল)টি বনবিভাগের দপ্তরে প্রেরণ করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST