মানব অধীকার রিপোটার তুহিন দেওয়ান? ভোলা লালমোহন উপজেলার গজারিয়ার এক ভাই প্রান্ত তালুকদার, সনাতন ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহন করেছে।”আলহামদুলিল্লাহ”
পৃথিবীর একমাত্র শান্তির ধর্ম হলো ইসলাম ধর্ম।
তার নতুন নাম রাখা হয়েছে মোঃ জুনায়েদ ইসলাম।
হে আল্লাহ আপনি এই ভাইকে ইসলামের ধর্মীয় বিশ্বাস ও নিয়ম গুলো মেনে সুন্দর ভাবে দ্বীনের পথে চলার তৌফিক দান করুন আমিন।।
“যদি আয়নায় মানুষের চেহারা দেখাতে গিয়ে তার
চরিত্র দেখা যেতো, তাহলে মানুষ চেহারা
সুন্দর না করে তার চরিত্রকে সুন্দর করার
প্রতিযোগিতায় ব্যস্ত থাকতো।”
____বিশ্বনবী হযরত মুহাম্মদ {সাঃ}
“যদি কারো উপর কোন কষ্ট আসে
আল্লাহ তা’আলা এর কারণে
তার গুনাহসমূহ ঝরিয়ে দেন,
যেমনভাবে গাছ হতে পাতা
ঝরে পড়ে।”
.
___ বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ)”হে আমাদের রব! আমাদের পাপক্ষমা করো, মন্দকার্যগুলি দূরীভূতকর,এবং আমাদের সৎকর্মশীলদের মতমৃত্যুদাও।”(সূরা আল ইমরান, আয়াত ১৯৩)