মোঃ রাসেল হুসাইন নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইল জেলা তথ্য অফিসের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং বিষয়ে জেলার সদর উপজেলার কুড়িগ্রাম ঝাউতলা এলাকায় মহিলা সমাবেশের আয়োজন করা হয়।৪ জানুয়ারি বুধবার সকাল এগারো ঘটিকায় আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সদর পৌরসভার সম্মানিত মেয়র জনাব আঞ্জুমান আরা।
মহিলা সমাবেশে জেলা তথ্য অফিসার জনাব ইব্রাহি ম আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব মো ওয়ালিউর রহমান এবং জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সম্মানিত উপপরিচালক জনাব মৌসুমী রানী মজুমদার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ হলো – একটি বাড়ি একটি খামার (বর্তমানে আমার বাড়ি আমার খামার),আশ্রয়ণ,ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি,নারীর ক্ষমতায়ন,ঘরে ঘরে বিদ্যুৎ,কমিউনিটি ক্লিনিক,সামাজিক নিরাপত্তা কর্ম সূচি,বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা। এগু লো উদ্দেশ্য হোলো উদ্যোগগুলো বাস্তবায়নের মাধ্য মে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান ও আয় বৃদ্ধির।
অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগগুলো জনগণের জীবনমান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে। সেই সঙ্গে দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে এসব উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷
অতিথিরা আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমা নের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রধান মন্ত্রীর গতিশীল নেতৃত্বে রূপকল্প-২০২১ ( ইতোমধ্যে অর্জিত) ও রূপকল্প-২০৪১ বাস্তবায়ন করছে সরকা র। এর মাধ্যমে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ (ইতোমধ্যে অর্জিত) এবং ২০৪১ সালের মধ্যে জ্ঞানভিত্তিক সমাজ ও উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে চলছে বাংলাদেশ।
সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসার বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) সাফল্যের পর ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নের পথে অগ্রসর হচ্ছে দেশ। ২০০৯ সালে সরকার গঠনের পর দেশের সব মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বাসস্থান,শিক্ষা,চিকিৎসা ও সামাজিক নিরাপত্তার বিষয়ে অগ্রাধিকার প্রদান করেন।
একই সঙ্গে জনগণের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছানো,নারীর ক্ষমতায়ন,ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছা নো,পরিবেশ সুরক্ষা ও বিনিয়োগ বৃদ্ধির জন্য প্রধান মন্ত্রী শেখ হাসিনা ১০টি বিশেষ উদ্যোগ হাতে নেন।
অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক মহিলা উপস্থিত ছিলেন ৷