সুলতানা রাজিয়া (সান্ধ্য কবি)
কুড়িগ্রাম জেলার সদর উপজেলা পরিষদ নির্বাচনে বাধা ও প্রভাব বিস্তারের অভিযোগ করে জেলা রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
১৩ই মে ইং তারিখে কুড়িগ্রাম জেলার মহিলা আওয়ামীলীগের সভাপতি আহমেদ নাজনীন সুলতানা (সাবেক সংসদ সদস্য) এর নেতৃত্বে (১) আফরোজা বেগম,
(২) আর্জিনা বেগম,
৩) ঝুমুর বেগম,
৪) আনোয়ারা বেগম,
৫) আজাদী বেগম,
৬) মুন্নি বেগম, সহ আরও অনেক কর্মীবৃন্দের নিয়ে সরদার পাড়া গ্রামস্থ এম, এ সাত্তার স্কুল সহ শহরের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চলাকালীন আনারস প্রতীকের সমর্থকগোষ্ঠী সমর্থকরা মটর সাইকেল প্রতীকের প্রচার প্রচারণায় বাধা সৃষ্টি করেন।
সেই সময় আহমেদ নাজনীন সুলতানা প্রতিবাদ করলে আনারস প্রতীকের সমর্থকরা অকথ্য ভাষায় গালিগালাজ সহ বিভিন্ন ধরণের হুমকি প্রদান করেন এবং মটর সাইকেল প্রতীকের প্রচার প্রচারণা করা বাধা দেন।
এ নিয়ে আহমেদ নাজনীন সুলতানা
কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার সহ জেলার বিভিন্ন প্রশাসনিক দপ্তরে ও জেলার ম্যাজিষ্ট্রেট সকলের সমন্বয়ে অনুমতিক্রমে ১৪-০৫-২৪ইং তারিখে জেলা রিটার্নিং অফিসার বরাবর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণ প্রসঙ্গে একখানা অভিযোগ দাখিল করেন।
আহমেদ নাজনীন সুলতানা সহ তার সমর্থকগোষ্ঠীরা সংবাদ কর্মীকে আরও বলেন,
উপজেলা সদরে বাড়ি হওয়ার কারণে তিনি নির্বাচনের শুরু থেকেই প্রভাব বিস্তার করে আসছেন এমন কি উপজেলা সদরে আমার প্রচার প্রচারণাতেও বাধা দিচ্ছেন।
এমতবস্থায় আগামী ২১ মে নির্বাচন সুষ্ঠ হওয়া নিয়ে আমরা শঙ্কিত।
তাই আপনাদের মাধ্যমে প্রশাসনকে অনুরোধ করবো নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠ করতে তারা যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেন।
এ বিষয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাকে লিখিত ভাবে জানিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, লিখিতভাবে জেলা রিটার্নিং অফিসারকে জানিয়েছেন।
শতাধিক ভোটাররা বলেন,
পেশীশক্তির জোড়ে আমার মনোনীত ব্যাক্তিকে ভোট প্রদান হতে বঞ্চিত করলে ব্যাক্তিগত ভোট বর্জন করে ২১ তারিখে ভোট প্রদানে অংশ গ্রহন করবোনা।