পঞ্চগড় ব্যূরো চীফ,মোখলেছুর রহমান চৌধূরী”
পঞ্চগড়ের বোদায়,পাঁচ পীর ইউনিয়নের সৎ,নির্ভীক,আদর্শ বান চেয়্যার ম্যান বিগত আড়াই বছরে অত্র ইউনিয়ন কে যা বতীয় দূর্নীতি ও মাদক মূক্ত সহ স্মার্ট বিনির্মানের লক্ষে দিন -রাত কাজ করে যাচ্ছে।বিশেষ করে ইউনিয়নের সার্বিক উন্নয়নের পাশাপাশি অপরাধ দমন নারী নির্যাতন,শিশুপাচা র,শিশু শ্রম,বাল্য বিবাহ,বহু বিবাহ,ইফটিজিং,কিশোর গ্যাং ,মলম পাটি,চাদাঁ বাজ,পারি বারিক দ্বন্দ,জমা জমি বিরোধ, সহ সকল অপরাধ শক্ত হাতে দমন করেন।তাঁর কাজ কর্ম ও ভাল বাসায় সমগ্র ইউনিয়ন বাসীর মনে ভরসার জায়গা করে নিল বাবু অজয় কুমার রায়।
বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে জানা যায় বাবু অজয় কুমার রায় হচ্ছেন জাতীর পিতা বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার আদর্শে লালিত এক জীবন যোদ্ধা।মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসীনার স্মার্ট রাষ্ট্র গড়ার লক্ষে এক স্বচ্ছ,নির্ভীক কর্মি তথা পরিচ্ছন্ন জনগনের প্রান প্রিয় নেতা ও ভরসার প্রদ্বীপ। সরকারের সার্বিক সহযোগীতা সহ বাবু অজয় কুমার রায়ের উপর সূ দৃষ্টি একান্ত কামনা করেন ঐতিহ্য বাহী সূনাম ধন্য পাঁচ পীর ইউনিয়ন বাসী।