July 10, 2025, 9:17 pm
শিরোনামঃ
আ.লীগকে ফেলে দেওয়ার জন্য যা দরকার ছিল, সব করেছি : সিবগাতুল্লাহ রাজধানীর কলাবাগানে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে পুলিশ ছদ্মবেশী চাঁদাবাজ গ্রেফতার জাতীয় ভলিবল প্রতিযোগিতায় পুলিশ নারী ভলিবল দল চ্যাম্পিয়ন সাগর হত্যা মামলার আসামি খন্দকার বাকি বিল্লাহ গ্রেফতার ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক দুটি অভিযানে মাদক ও অস্ত্র উদ্ধার গ্রেফতার ৩ রাজধানীতে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের তিন সদস্য গ্রেফতার মানিকগঞ্জে আ. লীগের নেতাদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাওয়ের চেষ্টা ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক খুন, ২ জন গ্রেফতার ৬৩ লাখ টাকার সঞ্চয়পত্রে ফাঁসলেন রাজউক উপপরিচালক ও তার স্ত্রী : দুদকের মামলা শেরপুর বিশিষ্ট চাল ব্যবসায়ী রুবেল মাহমুদের নিকট ৩ লক্ষ টাকা চাঁদার দাবি উঠেছে সাংবাদিক উর্মী বিরুদ্ধে
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পঞ্চগড় সদর হাফিজাবাদ ইউপি স্বচ্ছ,নির্ভীক চেয়‍্যার ম‍্যান ঈসমাইল হোসেন

Reporter Name

পঞ্চগড় প্রতিনিধিঃ

পঞ্চগড় সদর পঞ্চগড় হাফিজাবাদ ইউনিয়নের সৎ,আদর্শবান, সূনামধন‍্য জনপ্রিয় চেয়‍্যার ম‍্যান জনাব,ঈসমাইল হোসেন বিগত আড়াই বছরে অত্র ইউনিয়ন কে একটি শান্তি পূর্ন,দূর্নীতি মুক্ত মডেল ইউনিয়ন উপহার দিতে পেড়েছেন।বিশেষ করে অসহায় দুস্থ শ্রম জীবী নিরাশ্রয় নারী পুরুষের জন‍্য সরকারি আবাসন সহ সরকারি ফ্রী সুযোগ সুবিধা যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা,প্রতি বন্দি ভাতা,মাতৃ ভাতা,স্বামী পরিত‍্যাক্তা ভাতা,সহ ১০ টাকার রেশন চাল,টিসিবি,ভিজিডি,ভিজি এফ সহ এলাকার সার্বিক উন্নয়নে কাবিখা ও টিয়‍্যার দ্বারা জনকল‍্যান মুলক জরুরী কাজ গুলো জন সার্থে সততার সাথে উন্নয়ন করেন।

ইউনিয়নের চেয়‍্যারম‍্যান,প‍্যানেল চেয়‍্যার ম‍্যান,মেম্বার,মহিলা ইউপি সদস‍্য ও সচীব মহোদ্বয় সহ সকল বডি চেন অফ কমান্ডে পরিচালিত।সকলে মিলে অত্র ইউনিয়নের যাবতীয় সকল সমস‍্যা পরিষদে বসে সরকারি বিধি মোতাবেক শক্ত হাতে শত ভাগ সমাধান করেন। নারী নির্যাতন,শিশু পাচার,বাল‍্য বিবাহ,পরকীয়া,শিশু শ্রম,কিশোর গ‍্যাং,চোরা চালান,মাদক পান,জুয়াবোর্ড সহ সকল অপরাধ শক্ত হাতে প্রতিরোধ করেন।

জনসেবা যেমন জন্ম নিবন্ধন,নাগরিকত্ব সনদ পত্র,ওয়ারিশন, ট্রেড লাইসেন্স,ট‍্যাকস ভ‍্যাট সরকারি ফি ছাড়া অতিরিক্ত কোন টাকা পয়সা নেওয়া হয়না।অত্র ইউপি বডির চ‍্যালেন্স জাতীর পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরনে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসীনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষে তারই নেতৃত্বে কাজ করবে সমগ্র দেশের ইউনিয়ন পরিষদ। বাংলাদেশের স্বচ্ছ তালিকায় হাফিজাদ ইউনিয়ন পরিষদ টির চেয়‍্যার ম‍্যান সহ সমস্ত বডি ইউনিয়ন বাসীর মনে ভরসার জায়গা করে নিল।জানান পঞ্চগড় বাসী।



Our Like Page
Developed by: BD IT HOST