মোঃ মোফাসসেল সরকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলাবাসী তথা দেশবাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন অনলাইন নিউজ পোর্টাল কটিয়াদী প্রবাহ’র প্রকাশক ও সম্পাদক, কটিয়াদী সাংবাদিক ফোরাম এর সভাপতি,ডেভেলপমেন্ট ফর সোসাইটি( ডিপিএস) এর চেয়ারম্যান,কটিয়াদী রির্পো র্টার্স ইউনিটির যুগ্ম- সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম। রহমত,মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান মাস।এ মাসে পবিত্র কুরআনুল কারীম নাজিল হয়েছিলো হযরত মোহাম্মদ (সঃ) এর উপড়।হাদিস শরীফে এ মাসের গুরুত্ব ও ফজিলত অন্যান্য মাসের চেয়ে অনেক বেশী।এ মাস
পরম করুনাময় আল্লাহ তায়ালার বিশেষ করুণা ও দয়ালা ভের উওম সময়কোরআন নাজিলের মাস হিসেবে রমজান মাস একটি ফজিলতের মাস। প্রতিবছরের ন্যায় আবারো পবিত্র রমজান মাস ২০২৩ খ্রিঃ হিজরী ক্যালেন্ডার অনুযা য়ী সবচাইতে উওম মাস হচ্ছে রমজান মাসে আমরা অবস্থান করছি। এ মাসে সকল মুসলিম আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য সিয়াম সাধনা করে থাকে। বাংলাদেশ চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী ২০২৩ সালের প্রথম রোজা শুক্রবার দিন। তাই মাহে রমজান উপলক্ষ্য কটিয়াদী উপজেলাবাসী তথা দেশবাসীকে রমজানুল মোবারকের শুভেচ্ছা জানিয়েছেন মো. নজরুল ইসলাম। আরবি শাবান মাসের পরের মাস রমজান মাস সবার সুপরিচিত।
এ মাসে ৩০ টি দিন মুসলমান না খেয়ে রোজা রাখে আল্লা হ তালার আদেশ পালন করেন। তাই দীর্ঘ একটি বছর পর আবারো ও চলে আসলো মাহে রমজান। আবারো ও রম জান মাস এলো সৃষ্টিকর্তার কাছে ক্ষমা ও নিয়ামত কামনা করার সময়।এই রমজানে মহান আল্লাহ আপনার জীবনে সুখ ও শান্তি সহ আপনার যে,কোন ইচ্ছা এবং স্বপ্ন পূরণ করুন।রমজান হল ধৈর্যের মাস ধৈর্যের বিনিময় তাই সকল মুসলমান ভাই,বোনদের রমজানের রমজানের পবিত্রতা রক্ষা করুন। শুভেচ্ছান্তে মো. নজরুল ইসলাম।