স্টাফ রিপোর্টার:
পরিবহণ সেক্টরে আর কখনো কোনো চাঁদাবাজির সুযোগ থাকবে না এমনটাই ঘোষণা দিয়েছেন ঈগল স্পেশাল বাস মালিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ। বুধবার (২৯ জানুয়ারি) সকালে চট্টগ্রাম নগরীর নতুন ব্রিজ এলাকায় সমিতির নিজস্ব কার্যালয়ে এক বর্ধিত সভায় আগামী দিনের পরিবহণের সংস্কার ও এ্যাকশন প্লান সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন নতুন দায়িত্বপ্রাপ্তরা।
সেখানে তারা ভবিষ্যতে পরিবহন সেক্টরে আর চাঁদবাজিথাকবে না বলে অঙ্গীকার ব্যক্ত করেন।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে নেতৃবৃন্দ আগামী দিনের টেকসই ও গণমূখী পরিবহণ সিষ্টেম চালু করার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। পরিবহন নেতারা বলেন,যেকোনো মূল্যে বিগত সরকারের আমলে পরিবহণের নৈরাজ্য অরাজকতা ও দখলদারিত্বের অবসান ঘটানো হবে।
বক্তারা বলেন, এবারের জুলাই বিপ্লবের পর পরিবহণে আগের কমিটির লুটেরা চক্রের হোতারা গা ঢাকা দেওয়ায় এ সেক্টর নেতৃত্বশূন্য হয়ে পড়ে। পরিবহন সেক্টর অভিভাবকহীন হয়ে পড়ায় চট্টগ্রাম থেকে কক্সবাজার রোডে চাঁদাবাজির মাত্রা বহু গুণ বেড়ে যায়, তারই ধারাবাহিকতায় বাস মালিকদের বিশেষ অনুরোধে চসিকের মাননীয় মেয়র বাস মালিকদের উদ্যোগে নতুন কমিটি গঠন করে চাঁদাবাজি বন্ধের উদ্যোগে নিতে বলেন।
উক্ত সভার সভাপতিত্ব সমিতির সভাপতি ও ১৯ নং দক্ষিণ বাক লিয়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব ইয়াছিন চৌধুরী আছু। সমিতির সাধারণ সম্পাদক মোঃ রাশেদ পারভেজ এর সঞ্চালনায় বাস মালিকদের মধ্যে বক্তব্য রাখেন,আকতার হোসেন,জাহাঙ্গীর আলম,ওমর ফারুক,মোরশেদ,শহিদ, হেলাল এনাম,আকতারুল হক ও বারেক কোম্পানিসহ আরো অনেকে