June 23, 2025, 2:52 am
শিরোনামঃ
জেলা গোয়েন্দা শাখা ময়মনসিংহ এর অভিযানে দুই জন চিহ্নিত চাঁদাবাজ গ্রেফতার সাধারণ জনগণের কথা বিবেচনা করে কাজ করুন- ডিসি মুফিদুল আলম দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৫৬ বাংলাদেশ নেভাল একাডেমিতে তরুণ নৌ কর্মকর্তাদের কুচকাওয়াজে মুগ্ধ সেনাবাহিনী প্রধান ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন শাপলা প্রতীক চায় এনসিপি সচিবালয়ের কর্মচারীরা সোমবার দুই ঘণ্টা কর্মবিরতি পালন করবেন ৭ পুলিশ সুপারকে বদলি মৎস্য অধিদপ্তরের প্রকল্প,অডিটে ধরা পড়লো ২৫৮ কোটির অনিয়ম চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা: সাংবাদিকদের মধ্যে বৈষম্য নয়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

পুলিশের সহায়তায় হারিয়ে যাওয়া সন্তান ফিরে পেল বাবা

Reporter Name

রাশেদুল হক নয়নবাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ

খুলনার রুপসা থেকে হারিয়ে গিয়েছিল নাহিদ (২০) নামে এক প্রতিবন্ধী ছেলে। ফেসবুকে একটি পোস্ট আর পুলিশের মানবিকতায় হারিয়ে যাওয়া সেই ছেলেটি ফিরে পেলো তার আপন ঠিকানা।গত শুক্রবার (১২ মে) বিকেল ৪টার রাজশাহীর বাঘা উপজেলার হাবাসপুর গ্রাম থেকে নাহিদকে উদ্ধার করে পুলিশ।রবিবার (১৪ মে) রাত ৮টায় বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম উদ্ধার হওয়া ওই প্রতিবন্ধী ছেলেটিকে তার পিতা মোঃ কাদের মোল্লার কাছে হস্তান্তর করেন।

এসময় বাবা ৬ বছর পরে কাছে পেয়ে প্রতিবন্ধী নাহিদ আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। একইসঙ্গে হারিয়ে যাওয়া ছেলেকে কাছে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়েন তার বাবা।

এসময় সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ।

থানা সূত্রে জানা যায়,শুক্রবার(১২ মে) বিকেল ৯৯৯ সংবাদ পাইয়া ওসি খাইরুল ইসলামের সহযোগিতায় ও দিক নির্দেশানায় এএসআই আবু বকর সিদ্দিক সঙ্গীয় ফোর্সসহ রাজশাহী জেলার বাঘা থানার হাবাসপুর গ্রাম হতে নাহিদকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তারপর তাকে মানসিক সাপোর্ট দেন তারা।সে স্পস্ট ভাবে কথা বলতে না পারায়, তাকে নিবিড় পর্যবেক্ষণ রাখেন বাঘা থানা পুলিশ।পুলিশ তার ছবিসহ ফেসবুকে পোষ্ট ও তার দেয়া অল্প অল্প তথ্যের ভিত্তিতে ঠিকানা পাইতে চেষ্টা করেন। তিনদিন চেষ্টা করে রুপসা থানা, খুলনায় কর্মরত এসআই রাজু আহমেদ এর সহযোগিতায় তার পিতা মাতার সন্ধান পাই।নাহিদ মোল্লা (২০)খুলনা জেলার রূপসা থানার জয়পুর গ্রামের কাদের মোল্লার ছেলে।

জানা যায়, গত ৬ বছর পূর্বে পরিবারের সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় নাহিদ। এরপর অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি পরিবারের লোকজন। এতে হতাশ হয়ে পড়েন তার পরিবার ও স্বজনরা। প্রতিবন্ধী ছেলেকে হারিয়ে ছটফট করতে থাকেন তারা। এ অবস্থায় স্বজনদের নিয়ে ছেলেকে খুঁজে পাওয়ার চেষ্টা করেন। কিন্তু কোথায় পাবেন তার ছেলেকে? পরিবারের লোকজন বারবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার পর তার চেষ্টা নিষ্ফল হয়। অবশেষে বাঘা থানা পুলিশের সহায়তায় হারিয়ে যাওয়া ছেলেটির সন্ধান মেলে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, নাহিদ একজন বুদ্ধি প্রতিবন্ধী।তাকে উদ্ধারের খবর পেয়ে সন্ধ্যায় প্রতিবন্ধী নাহিদের বাবা কাদের মোল্লা বাঘা থানায় আসেন এবং নাহিদের পরিচয় নিশ্চিত করেন। পরে আইনী প্রক্রিয়ার মাধ্যমে রবিবার (১৪ মে) রাত ৮টায় নাহিদকে তার বাবার কাছে বুঝিয়ে দেওয়া হয়। ছেলেটিকে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন।

এদিকে আবেগপ্লুত বাবা কাদের মোল্লা জানান, ভাবতেও পারেননি এতোদিন পর তিনি তার ছেলে খুঁজে পাবেন। পুলিশের মানবিকতায় আজ তার ছেলেকে সন্ধান পেয়েছে এজন্য তিনি বাঘা থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



Our Like Page
Developed by: BD IT HOST