ইকরামুল হক কক্সবাজার জেলা প্রতিনিধ
পেকুয়া উপজেলার রাজাখালীতে রাতের আধাঁরেআগু ন লেগে ভস্মীভূত হয়েছে বসতঘর। ঘর পুড়ে যাওয়ায় খোলা আকাশের নীচে বসবাস করছে শিশু সন্তান সহ ১২ পরিবার জরুরী ত্রাণ সহায়তা প্রয়োজন। সোমবার ১৮ মার্চ দিবাগত রাত সাড়ে ১১ টায় আগুনের সুত্রপাত হয়।
আগুনে পুড়ে বসতবাড়ি হারানো জাকের উল্লাহ,মকছু দ ও মনছুর আলম জানান,প্রতিদিনের মত সারাদিনরো জা শেষে গভির ঘুমে আচ্ছন্ন ছিল। সোমবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে পাশের বাড়ীর গ্যাসের চুলা থেকে আগুনের সুত্রপাত হয়। কিছু বুঝে উঠার আগেই যৌথ বসতঘরে বসবাসকারী ১২ টি পরিবারের ৫ টি যৌথ ঘর পুড়ে ছাই হয়ে যায়। গৃহহারা জাকের উল্লাহ আরো জানান, রাত ২ টার মধ্যে সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেলে পেকুয়া থেকে ফায়ার সার্ভিসের গাড়ী আসে যা তাদের কোন কাজে আসেনি জরুরী ত্রাণ সহায়তার আবেদন জানান তারা।