পৌরসভা শাখার উদ্যেগে প্রস্তুুতিমুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত
Reporter Name
Update Time :
রবিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৩
/
191 Time View
/
Share
রিপোর্ট :সুমন কান্তি দাশ স্টাফ রিপোর্টার।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন পরিষদ চকরিয়া উপজেলা ও পৌরসভা শাখার উদ্যেগে প্রস্তুুতিমুলক মতবি নিময় সভা চিরিংগা এস আর প্লাজাস্হ কার্যালয়ে অনুষ্ঠিত হয়,অনুষ্টানে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু তপন কান্তি দাশ,অনুষ্ঠা নটি সঞ্চালনা করেন চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু বাবলা দেব নাথ,
অতিথি হিসাবে উপস্থিত জেলা,উপজেলা,পৌরসভা নেতৃবৃ ন্দ,ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্হিত থেকে বক্তব্য রা খেন,আসন্ন দুর্গোৎসবের প্রস্তুুতি সম্পর্কে চকরিয়া উপজে লা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবলা দেব নাথ বলেন চকরিয়া উপজেলা ও পৌরসভা মিলে এ-ই বৎ সর ৯২টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে,এ-র মধ্য ৪৮টি প্রতিমা পূজা, ৪৩ টি ঘট পূজা অনুষ্ঠিত হবে।