December 1, 2023, 8:27 pm
শিরোনামঃ
দেশের সব থানার ওসি বদলির নির্দেশ ইসির জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনে মনোনয়ন পত্র জমা দেন এডভোকেট নয়নসহ ১৩ জন কেন্দুয়া-আটপাড়ায় দলীয় ৭ স্বতন্ত্র ৩ জন মনোনয়ন দাখিল করেছেন গোপালগঞ্জ সদর উপজেলার গোলাবাড়িয়ায় পরিকল্পিত ভাবে ব্যবসায়ীকে হত্যা রংপুর ৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি কুড়িগ্রামের কৃষকদের মাঝে প্রণোদনার সরকারি ধান বীজ বিতরণে অনিয়ম পি‌রোজপুর-৩ আস‌নে মনোনয়ন পত্র জমা দিলেন আ’লীগ,জাতীয় পার্টিসহ ১৩ প্রার্থী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সিরাজগঞ্জ-৬,আসনে মনোনয়নপত্র জমা ময়মনসিংহে ডিবি’র অভিযানে ৪০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ পারভেজ নামের একজন গ্রেফতার মধুপুরে মনোনয়ন পত্র জমা দিলেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক এমপি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ফেনীর ধলিয়ায় গৃহবধূ উর্মি’কে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগ

Reporter Name

গাজী হানিফ, সোনাগাজী থেকে :-

ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুরে (৭নং ওয়ার্ড) পাটোয়ারী বাড়িতে ইসরাত জাহান উর্মি নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে মেরে ফাঁসিতে আত্মহত্যা ক রেছে বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করার অভিযোগউঠেছে গৃহবধূর দেবর রায়হান (২০), ননদ রুনা বেগম (৩০) ও শাশুড়ি জাহানারা বেগম (৪৫) এর বিরুদ্ধে।

মামলার এজাহার ও এফআইআর সূত্র ও ঘটনাস্থল পরিদর্শ নকালে দু’পক্ষের লোকজন ও সামাজিক গণ্যমান্য ব্যক্তিব র্গের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায় যে- হত্যার শিকার গৃহবধূ ইসরাত জাহান উর্মি (১৯) সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের (সাবেক ৫নং ওয়ার্ড সুলতানপুর) (ব র্তমান ঠিকানা ১নং ওয়ার্ড মজুপুর) গ্রামের কাতার প্রবাসী মোঃ নুরুল আফসার ও মনোয়ারা বেগম দম্পত্তির প্রথম সন্তান। ২০২২ সালের ডিসেম্বর মাসের ২ তারিখে ফেনী সদরের ধলিয়া ইউনিয়নের ৭নং ওর্য়াডের দৌলতপুরপাটো য়ারী বাড়ির আবু আহমদের পূত্র প্রবাসী মিজানুর রহমানের সহিত সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে শুভ বিবাহ সম্পন্ন হয়

বিবাহের কিছু দিন যেতে না যেতে গৃহবধূর স্বামী প্রবাস থে কে মা ও ভাইবোনকে দিয়ে উর্মির প্রতি যৌতুকের টাকা এ নে দিতে চাপ প্রয়োগ করে শারিরীক ও মানসিকভাবে নির্যা তন করে। কোরবানির ঈদের সময় গরু ও নানান উপহার সামগ্রী না পাঠানোর কারণে গৃহবধূর মাকে বেড়াতে গেলে গালমন্দ করে ও ঝাড়ু দিয়ে পিটিয়ে অপমান অপদস্ত করা হয়। এবং এর মধ্য দিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে।

নিহত গৃহবধূর মা মনোয়ারা বেগম জানান বিয়ের আগে ও পরে স্বর্ণালংকার নগদ অর্থ ও নানান উপটোকন দেওয়া হয়েছে তবুও মেয়ের প্রতি তাদের বিদ্রুপ ও নির্যাতন বন্ধ করা যায়নি। মেয়ের দেবর সবসময় অনৈতিক প্রস্তাব দেয় ও উর্মিকে শ্লীলতাহানির চেষ্টা চালায়,এগুলো নিয়ে পারিবা রিক কলহ জটিল আকার ধারণ করে। এর আগে মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তার গর্ভের সন্তান প্রতিবন্ধী হবে বলে জোর পূর্বক এবরশন করা হয়েছে।

যৌতুক লোভী শাশুড়ী জাহানারা বেগম ননদ রুনা ও দেব র রায়হান ঘটনার দিন ০৮/০৯/২০২৩ ইং রাত আনুমানিক ১১ টায় গৃহবধূকে পিটিয়ে ও গলাটিপে শ্বাসরুদ্ধ করেহত্যা করে লাশ খাটের উপর বিছানা ছাদর দিয়ে ঢেকে রাখে স্থা নীয় মেম্বার ও পুলিশকে খবর পাঠায়, রাত সাড়ে ১২টায় স্থানীয় ইউপি সদস্য নুরুল হুদা নিহত গৃহবধূর মাকে কল দিয়ে জানায় যে আপনার মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহ ত্যা করেছে।

মেয়ের মা সহ আত্মীয় স্বজন সেখানে যাওয়ার পর মেয়ে কে খাটের উপর শায়িত অবস্থায় মৃত দেখতে পায় এবং শরীরে আঘাতের চিহ্ন দেখতে পায়, বিছানায় প্রস্রাব করা অবস্থায় দেখে, পুলিশও তাকে ঐ অবস্থায় পেয়ে সুরতহা ল প্রতিবেদন তৈরি করে লাশ ফেনী সদর হাসপাতালের ম র্গে প্রেরণ করে বলে জানিয়েছেন মনোয়ারা বেগম। পারি পার্শ্বিক অবস্থা দেখে আত্মহত্যার মতো কোন আলামত দেখা যায়নি বলে নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশীরা ও গৃহবধূর মা পারিবারিক কলহের বিষয়ে বিশদ তথ্য এই প্রতিবেদককে জানান ও এটিকে হত্যাকাণ্ড হিসেবে সন্দেহ পোষণ করে ঘটনার তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের উপযুক্ত বিচার দাবি করেন।

স্থানীয় ইউপি সদস্য নুরুল হুদা গৃহবধূ উর্মির মৃতদেহ তার শয়ন কক্ষের খাটের উপর থেকে উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান-ঐ পরিবারে পারিবারিক কলহ ছিল,গত কোর বানীর ঈদের সময় গরু ও উপহার সামগ্রী না দেওয়ার কার ণে দুই বেহাইনের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে,আমি সহ গিয়ে তাদের নিবৃত্ত করার চেষ্টা করেছি। গৃহবধূর দেবর রায়হান পড়ালেখা করেনা,বখাটেপনা করার কারণে তার পিতা তা কে মারধোর করেছিল ও বাড়ী ঘর থেকে বের হয়ে যেতে বলেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বেলাল প্রতিবেদক কে জানিয়েছেন গৃহবধূ উর্মিকে গলায় ফাঁস লাগানো অব স্থায় পাওয়া যায়নি, মৃতদেহটি খাটের উপর শায়িত অবস্থা য় পেয়েছেন। ফেনীর মডেল থানার ওসি শহীদুল ইসলাম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান,এই বিষয়ে ৩জ নকে আসামি করে আত্মহত্যা পরোচনার (পেনাল কোড ৩ ০৬ ধারায়) একটি মামলা হয়েছে,বিষয়টি হত্যা কি আত্ম হত্যা তাহা তদন্তাধীন রয়েছে, পোস্টমর্টেম রিপোর্ট ও তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page