প্রথম বাংলা – ময়ঃজেলা শিশু একাডেমিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মোৎসব পালনের মধ্যদিয়ে বঙ্গবন্ধু ও তার রাজনৈতিক আদর্শকে শিশু কিশোরদের মাঝে পৌছে দেয়ার প্রচেষ্টাকে।গতকাল ১৯ মার্চ অধ্যাপিকা দিলরুবা শারমিনের সভাপতিত্বে শরীফূল ইসলাম সরকারে র সঞ্চালনায় বিদ্যালয় ও মারদাসা ছাত্রছাত্রীদের সাহিত্য সাংস্কৃতি প্রতিযোগিতার আলোচনা সভা,পুরস্কার ও সনদ পত্র বিতরন অনুষ্ঠানটি ছিল জাতীর পিতাকে আগামী প্রজন্মের কাছে পৌছে দেওয়ার মহৎ প্রচেষ্টা। অনুষ্টানের প্রধান অতিথি ময়ঃজেলা আঃলীগের সভাপতি আলহাজ্ব এহতেশামূল আলম,
প্রধানবক্তা শহীদ ডাঃআব্দদুল আলীম চৌধুরীর কন্যা ডাঃ নুজহাত চৌধূরীর,বিশেষ অথিতি ময়ঃজেলা আঃলীগের সাঃসন্পাদক এড,মোয়াজ্জেম হোসেন বাবুল,সাবেক জেঃ আওয়ামী লীগ সদস্য এম এ ওয়াহেদ,বঙ্গবন্ধু শিশু একাডে মির কার্যকরি সভাপতি ত্রিশালের মেয়র এবিএম আনিছু জ্জামান আনিছ,সন্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য সচিব আঃমোতালেব লাল ও বিশেষ আমন্ত্রিত অথিতি বিশিষ্ট শিক্ষাবিদ আঃনেত্রী আনোয়ারা খাতুন তাদের বক্ত্যবে বঙ্গ বন্ধুর আর্দশ ও জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।যা এপ্র জন্মের শিশু কিশোর ও আমাদের মত শ্রুতাদের কাছেও ছিল শিক্ষনীয় বিষয়।
প্রধান অথিতি অত্যান্ত সুন্দরভাবে বঙ্গবন্ধুর শিশু কৈশোর ও রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তূলে ধরেছেন যা শিশু কিশোরদের কাছে ছিল শিক্ষনীয়।প্রধান আলোচক ডাঃনূজহাত চৌধুরী তার বক্তব্যে বঙ্গবন্ধু ও রাষ্ট্রিয় মূলনীতি র উপর বক্তব্য রাখতে গিয়ে বলেন গনতন্ত্র,ধর্মনিরপেক্ষ তা,জাতীয়তাবাদ ও সমাজতন্ত্র ছিল বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা দের মূল চেতনা। এই চেতনাকে হৃদয়ে ধারন করে আগামী দিনে চলতে পারলে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধারা চিরদিন বেঁচে থাকবে আমাদের মাঝে।বিশেষ অথিতি এড,মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন বঙ্গবন্ধু জোট নিরপেক্ষ সন্মেলনে তার ভাষনে বলেছিলেন “বিশ্ব আজ দুইভাগে বিভক্ত,শো ষিত ও শাষক,আমি শোষিতের দলে” বঙ্গবন্ধুর এই বক্তব্য বের প্রতি আস্হারেখে তিনি বলেন এদেশের দরিদ্র,শোষি ত,অধীকার বন্চিত জনগনের অধীকার কায়েম করতে না পারলে আমাদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধাদের আত্মত্যাগ ব্যার্থ হবে। ব্যার্থহবে জাতীর পিতার সোনার বাংলা গড়ার সপ্ন।তাই আমাদের শোষিত মানুষের পক্ষে কাজ করতে হবে। এম এ ওয়াহেদ বঙ্গবন্ধুর শিশু কৌশোরের জীবনী তুলে ধরে বলেন তিনি ছিলেন কৌশোর থেকেই মানবিক।
অসান্প্রদায়িক চেতনায় বিশ্বাসী মানুষ।বাংলাদেশে সর্বধর্মে র মানুষ শান্তিপূর্ন ভাবে যেন নিজ ধর্ম পালন করতে পারে সেই নির্দেশ দিয়ে গেছেন। মেয়র এবিএম আনিছুজ্জামান বলেন একজন জনপ্রতিনিধি হিসাবে জনগনের পাশে থেকে তাদের অধীকার কায়েম করতে পারলেই বঙ্গবন্ধুর আর্দশ বাস্হবায়িত হবে। এড,আঃমোতালেব লাল বঙ্গ বন্ধুকে এযূগের শ্রেষ্ট রাজনৈতিক নেতা বলে আখ্যায়িত করেন,শিক্ষাবিদ আনোয়ারা খাতুন জাতীর পিতাকে নারী আন্দোলনের পথ প্রর্দশক বলে আখ্যায়িত করেন। তিনি বিশ্বাস করতেন শিশুদের মাঝেই আগামীর ভবিষৎ তাই শিশুদের জীবনের পূর্নবিকাশেষর জন্য আমাদের নির্দেশ দিয়ে গেছেন।এধরনের অনুষ্ঠান আমাদের হৃদয় ছুয়ে যায় কারন এধরনের অনুষ্টান থেকে আগামী প্রজন্ম ও আমরা বঙ্গবন্ধু সমন্ধে জানতে পারি তার আদর্শ উপলব্ধি করতে পারি। তাই অভিনন্দন জানাই বক্তা ও আয়োজকদের।