রিপোর্ট :সুমন কান্তি দাশ কক্সবাজার জেলা প্রতিনিধি: ২৪/১২/২০২৩ইং তারিখ সকাল ৮.৩০ ঘটিকা হইতে এস,আই জামাল সংগীয় ফোর্স সহ চকরিয়া থানাধীন চট্রগ্রাম – কক্সবাজার মহাসড়ক সংলগ্ন ডুলাহাজারা রিংভং বন বিভাগের চেকপোষ্টের সামনে পাকা রাস্তার ওপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া চেক পোস্ট করা কালীন সময়ে ২০০০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল সহ ০১(এক)জন আসামী ফাহাদ মাহ মুদ দিহান(২৫) পিতা-দিদারুল আলম সাং- রাজঘাটা, আমিরাবাদ,চট্টগ্রাম।কে ধৃত করি,
ধৃত আসামীর মোটর সাইকেল এর চেসিস এর ভিতর বিশেষ কায়দায় লুকায়তি করে ইয়াবা বহন করার সময় আটক করা হয়।জিজ্ঞাসাবাদে আসামি জানায় কক্সবা জার হইতে চট্টগ্রামের উদ্দেশ্যে বিক্রি করার জন্য ইয়া বা বহন করছিল।
অপর একটি গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯.৫০ মিনিটের সময় একই স্থানে চেক পোস্ট করিয়া হানিফ পরিবহন বাসে তল্লাশী পূর্বক নিষিদ্ধ মাদক ক্রিস্টাল মেথ আইস সহ ১। মেছিং চাকমা (৩০) পিতা লাতাই চাকমা সাং- হোয়াইক্ষং,খোরিখোলা,টেকনা২। বিজয় তংচঙ্গা প্রঃ মং চাকমা (২২) সাং- লম্বু,পানবাজার, আলীকদম,বান্দারবান দ্বয়কে ধৃত করি।
ধৃত আসামী মেছিং চাকমা (৩০),কে শালীনতার সহিত নারী কনস্টেবল দ্বারা তল্লাশী করিয়া তাহার শরীরে বি শেষ কায়দায় লুকানো অবস্থায় ৫০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ধৃত আসামী বিজয় তংচঙ্গা প্রঃ মং চাকমা (২২) এর পরিহিত প্যান্টের সামনের ডান পকেট হইতে ৫০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার পূর্বক উপস্থিত সা ক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়। ১০০ গ্রাম আইস এর মূল্য অনুমান ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকা।
জিজ্ঞাসাবাদে আসামিদ্বয় জানায় যে টেকনাফ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে বিক্রি করার জন্য আইস বহন করছিল।এ বিষয়ে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।