—মোহাম্মদ মেজবাহ উদ্দিন , বরগুনা প্রতিনিধি।
ভার্চুয়ালি যোগদানের মাধ্যমে VSO এর কান্ট্রি অফিসের কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম এর বক্তব্যের মধ্য দিয়ে ইয়্যুথ ফোরাম গঠন উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক, যুব ও শিশু সংগঠক চিত্তরঞ্জন শীল,বিশেষ অতিথি ছিলেন মোঃ মনির হোসেন কামাল,পরিচালক,লোক বেতার ও সাবেক সভাপতি বরগুনা প্রেসক্লাব,জাকির হোসেন মিরাজ নির্বাহী পরিচালক সিবিডিপি,মোঃ জাফর হোসেন,সভাপতি বরগু না টেলিভিশন সাংবাদিক ফোরাম,ডিবিসি টেলিভিশনের সাংবাদিক মালেক মিঠু প্রমূখ।
আজ ২৭ মার্চ ২০২৩ সকাল দশটায় জেলা পর্যায়ে বরগুনা
বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে ইয়ুথ ফোরাম গঠিত হয়। এই কমিটিতে বরগুনা জেলার ৬ টি উপজেলার সদস্য নিয়ে প্রতিনিধিত্ব করা হয়। জেলা পর্যায়ের এই ইয়ুথ ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সমাজে বিভিন্ন রকমের স্বেচ্ছাসেবামূলক কাজ করে যাওয়া। ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটির সভাপতি নির্বাচিত হন মোঃ সজিব হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয় ফাতিমা কাজল। এছাড়াও অন্যান্য পদে তারা নির্বাচিত হয়েছেন তারা হলেন বরগুনা জেলার ছয়টি উপজেলা থেকে ৬ জন সহ-সভাপতি, যথাক্রমে আশরাফুল হিমেল বরগুনা,সাজিদ আরমান সজীব আমতলী,ইমরান হোসেন বেতাগী,পাথরঘাটা থেকে মোঃ শাকিল মিয়া বাকি দুজন এর নাম এখনো ঘোষণা হয়নি।
সহ সাধারণ সম্পাদক পদে দুজন জান্নাতুল ফেরদৌসী ও হাসান আহমেদ নোমান,সাংগঠনিক সম্পাদক পদে মোহা ম্মদ সালমান,অর্থ সম্পাদক পদে মোঃ আমিরুল ইসলাম ,শিশু,যুব ও নারী সুরক্ষা বিষয়ক সম্পাদক রিফাহ তাসনি য়া পুন্যি,সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক খাইরুল ইসলাম মুন্না,মানবাধিকার সম্পাদক জান্নাতুন নাহার মুনা এবং প্রযুক্তির উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ ফারুক হোসেন।সভায় অতিথিরা তাদের বক্তব্যে শিশু ও যুব অধিকার, সুরক্ষা বিষয়ের উপর গুরুত্ব দেন।
নব নির্বাচিত কমিটির সদস্যরা আগামী বছরের জন্য একটি কর্ম পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন।তারা নিজ নিজ এলাকায় শিশু নির্যাতন,বাল্যবিয়ে ও নারী নির্যাতনের মতো ঘটনা প্রতিরোধ নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে । এই নবনির্বাচিত বরগুনা জেলা ইয়ুথ ফোরামের সদস্যরা স্বেচ্ছায় সমাজের উন্নয়নে কাজ করে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেন। আন্তর্জাতিক সাহায্য সংস্থা VSO এর সহায়তায় সিবিডিপি বরগুনায় একটি নতুন প্রকল্পের কার্যক্রম হাতে নিয়েছে।
এই সংস্থাটির লক্ষ্য “স্বেচ্ছাশ্রমের মাধ্যমে টেকসই পরিবর্ত ন” ও উদ্দেশ্য “সকলের জন্য সমান সুযোগ সম্পন্ন পৃথিবী তৈরি।নব্য গঠিত কমিটি একটি কমিটমেন্টকে সামনে রে খে কাজ করবে তা হলো জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়নের জন্য স্বেচ্ছাসেবী ফোরামের অংশ হিসেবে স্বেচ্ছাসেবার মাধ্যমে দায়বদ্ধতার বৈশ্বিক মান বিকাশে ভিএসও এর সহায়তায় কাজ করা।সবশেষে স্থানীয় উন্নয়ন সংস্থা সিবি ডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ আন্তর্জা তিক উন্নয়ন সংস্থা VSOকে এধরনের একটি কাজে সহায়তা করার জন্য ধন্যবাদ জানান।