জাহিদুল ইসলাম /
বাকেরগঞ্জ বোয়ালিয়ায় আফছার-খায়রুন স্মৃতি ইসলামি পাঠাগারের উদ্যোগে ২৮ শে সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকা ল ৪ টায় মরহুম আফছার উদ্দিন আকন্দ ও মরহুমা সৈয়দা খায়রুন্নাহার বেগমের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও আলোচনা সভার আয়োজন করা হয়।উক্ত আয়োজনে শ্বশুর-শ্বাশুরীকে সেবাদানকারী গৃহবধূদের সন্মাননা পুরস্কার হিসেবে নগদ টাকা ও সন্মামনা সনদ বিতরণ করা হয়।
প্রতি বছরের ন্যায় এবারও ব্যাতিক্রম এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলায় কৃ র্তি সন্তান পি কে এস এফ এর নির্বাহী পরিচালক ড. আক ন্দ মোহাম্মদ রফিকুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপ স্থিত ছিলেন অগ্রানী ব্যাংকের সাবেক মহা ব্যবস্থাপক আক ন্দ মোহাম্মদ গোলাম মস্তফা,মধ্যে বোয়ালিয়া সরকারি প্রাথ মিক বিদ্যালয়ের সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক আনছা র আলী তালুকদার, বিশিষ্ট সমাজ সেবক জলিল মোল্লা,
সমাজ সেবক আব্দুর রব আকন্দ,সংগতি সমাজ কল্যান সংস্থার নির্বাহী পরিচালক বশির আহম্মেদ হাওলাদার,দুর্নী তি দমন কমিশন দুদকের উপ পরিচালক মোস্তাফিজুর রহ মান আকন্দ,গ্রামীন জন উন্নয়ন প্রকল্পের শাখা ব্যবস্থাপক গোলাম মোরশেদ,সাংবাদিক জাহিদুল ইসলাম,সিদ্ধকাঠি ইউনিয়ন পরিষদের সদস্য রবিন হাওলাদার,জাগুয়া মাধ্যমি ক বিদ্যালয়ের শিক্ষক মঞ্জরুল ইসলাম নবীন আকন,জন উন্নয়নের আই সিটি অফিসার ইব্রাহিম খান,সাবেক পুলিশ অফিসার হারুনর রশীদ,বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হারুন আকন সহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার সন্মানিত ব্যাক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে মরহুম আফছার উদ্দিন ও মরহুমা সৈয়দা খায়রুন্নাহার বেগমের স্মৃতি চারণ করে তাদের উদ র মানবিক দিক গুলো তুলে ধরেন।একইসাথে তাদেরস্মৃতি রক্ষায় প্রতিষ্ঠিত আফছার-খায়রুন স্মৃতি ইসলামি পাঠাগারে র ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন। উল্লেখ্য ইতিপূর্বে আফ ছার-খায়রুন স্মৃতি ইসলামি পাঠাগারের উদ্যোগে মেধাবী শিক্ষার্থী,স্বাবলম্বী নরী,সফল উদ্যক্তা,সফল কৃষক ও দুস্থ এতিমদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকের শ্বশুর শ্বাশুড়ি সেবায় উল্লেখযোগ্যদের মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়েছে।