নিজস্ব সংবাদদাতা:- বাকেরগঞ্জ উপজেলায় ২০২৩-২০২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মুগ, মসুর ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে।
১ নভেম্বর (বুধবার ) সকাল ১১ টায় উপজেলার কৃষি অ ফিস চত্বরে বীজ ও সার বিতরণ শুরু করা হয়। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে এ সার ও বীজ বিতরণ করা হয় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া,উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল,উপজে লা কৃষি অফিসার সুনীতি কুমার সাহা প্রমুখ।
এদিকে,সরিষার আবাদ ও ফলন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদ না কর্মসূচির আওতায় বাকেরগঞ্জে ১৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ১ কেজি সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।এছাড়া, হাইব্রিড বোরো ৩০০০ জন কৃষকদে দুই কেজি করে বীজ প্রদান করা হবে।
উপজেলা কৃষি অফিসার জানান,১৬০০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি করে সরিষা বীজ,১০ কেজি করে এমওপি ও ১০ কেজি হারে ডিএপি সার বিতরণ করা হয়েছে।এছাড়াও ৩০০ জনকে ২০ কেজি করে গম,১৭০ জনকে ভুট্টা ২ কেজি,২১০ জনকে ১ কেজি করে সূর্যমুখী, ৪০ জনকে ১০ কেজি করে চিনাবাদাম,১৫০ জনকে ৮ কেজি করে সয়াবিন,২৪০০ জনকে মুগ,১১০ জনকে মু সুর,১৯০ জনকে ৮ কেজি করে খেশারী ডাল মোট ৫১৭০ জন কৃষকের মাঝে প্রদান করা হবে।