স্টাফ রিপোর্টার = গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রকল্পের ঢাকা মহানগর উওর এর উওরা হাউস বিল্ডিং থেকে চেরাগ আলী পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার( বিবিএ অংশের) বাস্তবায়ন কাজ এগিয়ে চলছে। ১শ ২৩ হাজার সাড়ে ৭০ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটির কাজ করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান জিয়াংসু প্রভিন্সিয়াল টান্সপোটে শন ইন্জিনিয়ারিং গ্রুপ কোং লিমিটেড।
আগামী ২০২৪ সালের ডিসেম্বর এর মধ্যে কাজ সম্পন্ন করবে বলে চুক্তিবদ্ধ ঠিকাদারি প্রতিষ্ঠানটি।চলতি ২০২৩ সালের ২২ মার্চ পর্যন্ত প্রকল্পের কাজের অগ্রগতি হয়েছে শতকরা ৮৮.৪৯ ভাগ ( ৮৮.৪৯%)সংশ্লিষ্ট দপ্তরের এক প্রতিবেদন থেকে জানা যায় সাবসয়েল ইনভিজিলেশন ১শ ৬৪ টির মধ্যে সবকটি (১০০%) শেষ হয়েছে। টেস্ট পাইল টেস্ট সম্পন্ন ১৫ টি ( ১০০%) সার্ভিস পাইল সম্পন্ন ১৯০৮ টির মধ্যে ১৮৬২ টি অর্থাৎ ৯৭.৫৮%,পাইল ক্যা প ২৮৯ টির মধ্যে ২৬৭ টি অর্থাৎ ৯২.৩৭% পিয়ার স্টিম ২৮৯ টির মধ্যে ২৬৭ টি অর্থাৎ ৯২.৩৮%,আরসিসি পাইপ লাইং ৬৯০০ মিটারের মধ্যে প্রায় পুরোটাই অর্থাৎ ৯৯.৫৭ % সম্পন্ন,ক্র্যাডেল লাইং ও প্রায় পুরোটা ৯৯.৫৯% সম্প ন্ন,ক্যাচপিট ইনস্টলেশন ৪৫৩ টির মধ্যে ২২১ টি অর্থাৎ
৪৮.৭৮% সম্পন্ন,আইগার্ডার ১২৯১ টির মধ্যে ১২৫৪ টি অর্থাৎ ৯৭.১৩%, সম্পন্ন পিয়ার ক্যাপ ১৬৬ টির মধ্যে ১৪৪ টি অর্থাৎ ৮৬.৭৫% সম্পন্ন,আইগার্ডার ইরেকশন ১২৯১ টির মধ্যে ১০৭৪ টি অর্থাৎ ৮৩.১৯% সম্পন্ন, ডেকস্লাব ১৬৬ টি স্প্যান এর মধ্যে ১০৯ স্প্যান অর্থাৎ ৬৫.৬৬% সম্পন্ন,আইএসজি ৮৭১৮ মিটারের মধ্যে ৮০০০ মিটার অর্থাৎ ৯১.৭৬% করে সম্পন্ন ক্রসবিম ১৬৪ স্প্যানের মধ্যে ৯৬ স্প্যান অর্থাৎ ৫৮.৫৪%, সম্পন্ন,
বিআরটি স্টেশন ৬ টির মধ্যে ২ টি অর্থাৎ ৩৩.৩৩% সম্পন্ন,ইউড্রেন ২০০০ মিটারের মধ্যে ১৮০০ মিটার অর্থা ৎ ৯০% সম্পন্ন,ইন্জিনিয়ার ফ্যাসিলিটিস ১০০% সম্পন্ন এবং অন্যান্য ৮০% সম্পন্ন হয়েছে। সর্বমোট ৮৮.৪৯% ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। অবশিষ্ট ১১.৫১% কাজ আগামী ৯ মাসের মধ্যে ডিসেম্বর ২০২৪ সহজেই সম্ভব বলে প্রকল্প পরিচালক এর দপ্তর সুত্র জানায়। ঠিকাদার এর অর্থ সরব রাহে অপর্যাপ্তাতা মালামাল সরবরাহে অপ্রতুলতা ও জনব লের অপ্রতুলতা সত্বেও প্রকল্পের কাজ যথাসময়ে মধ্যেই সম্পন্ন হচ্ছে।