বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুরে পঙ্গু, অসুস্থ ও বীরমুক্তিযো দ্ধাদের সাহায্যার্থে বিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে মাসব্যাপী বিজয় মেলা শুভ উদ্বোধন করা হয়েছে।আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বিজুল বাজারের মহাসড়কের পাশে এই মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক (এমপি)।
উদ্বোধনী মেলায় বীরমুক্তিযোদ্ধা ইসাহাক আলী (চিংঙ্গিস খাঁন) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক (এমপি)। বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু,পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী,উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার,বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক,প্যালেন মেয়র আব্দুল আজাদ মন্ডল (বকুল),থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত,উপজেলা সাবেক ডিপুটি কমান্ড বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,মেলার আয়োজক আব্দুল রাজ্জাক দেওয়ান,বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমূখ।
এসময় জনপ্রতিনিধি,বীরমুক্তিযোদ্ধা,উপজেলা আ,লীগের সকল অঙ্গ ও সহযোগী নেতাকর্মী,সুশীল সমাজের প্রতিনিধি,স্থানীয় গণ্যমান ব্যক্তিবর্গ,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।